স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ সেপ্টেম্বর।। বেশকিছু দিন ধরে জিবি কোভিড ট্রিটমেন্ট সেন্টারে ব্যবহুত পিপিই কিট ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকার অভিযোগ উঠছিল। এইবার সেই সমস্যারও সমাধান করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এইদিন জিবি কোভিড ট্রিটমেন্ট সেন্টার চত্বরে বড় চারটি ডাস্টবিন বসানো হয়েছে।
একটি বেসরকারি ব্যাঙ্কের পক্ষ থেকে এই ডাস্টবিনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও জিবি কোভিড ট্রিটমেন্ট সেন্টারের অভ্যন্তরে ছোট আকারের আরও বেশ কয়েকটি ডাস্টবিন প্রদান করা হয়েছে। এইদিন সার্বিক বিষয় খতিয়ে দেখেন সাংসদ প্রতিমা ভৌমিক। সাথে ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক শৈলেস কুমার যাদব।
সাংসদ প্রতিমা ভৌমিক জানান এতদিন জিবি কোভিড ট্রিটমেন্ট সেন্টার চত্বরে ছোট ডাস্টবিন ছিল। ফলে ব্যবহুত পিপিই কিট গুলি এই ডাস্টবিনে ফেলার পর ডাস্টবিন ভর্তি হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়তো। তাই কানাড়া ব্যাঙ্কের সাথে কথা বলে চারটি বড় ডাস্টবিনের ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনে তারা আরও ডাস্টবিন প্রদান করতে সম্মতি প্রকাশ করেছে।
এছাড়াও এসডিআরএফ থেকে জিবি কোভিড ট্রিটমেন্ট সেন্টারের অভ্যন্তরে ৮০ লিটারের ৭০ টা এবং ৩০ লিটারের ৫০ টা ডাস্টবিন প্রদান করা হয়েছে বলে জানান সাংসদ প্রতিমা ভৌমিক।