স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৬ সেপ্টেম্বর।। আগরতলার বীরচন্দ্র স্টেট লাইব্রেরীতে কর্মরত এক আধিকারিকের ফেসবুক একাউন্ট হ্যাক করে লংকা কান্ড সংঘটিত করেছে হ্যাকাররা। দিলীপ কুমার দাস নামে ওই আধিকারিকের ফেসবুক একাউন্ট করে তার বন্ধু বান্ধবীদের কাছে সেই অ্যাকাউন্ট থেকে টাকা পাঠানোর জন্য আবেদন জানানো হয়।
তাতে উল্লেখ করা হয় দিলীপ কুমার দাস বড় ধরনের সমস্যায় পড়েছেন সে কারণেই টাকার বিশেষ প্রয়োজন। ফেসবুক একাউন্টে এ ধরনের আবেদন দেখতে পেয়ে বন্ধুরা দীলিপ বাবুর কাছে ফোন করে বিষয়টি সম্পর্কে জানতে চান। তখন আসল রহস্য উদঘাটিত হয়। দীলিপবাবু তার বন্ধুদের জানান তিনি তার অ্যাকাউন্ট থেকে কোন ধরনের অনুরোধ বার্তা পাঠাননি ,তার টাকার কোন প্রয়োজন নেই।
দীলিপবাবু অ্যাকাউন্ট হ্যাক করে হ্যাকাররা এই কর্মকাণ্ড সংগঠিত করেছে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে বীরচন্দ্র লাইব্রেরীতে কর্মরত দিলীপ কুমার দাস আগরতলা পশ্চিম থানায় যান। পুলিশকে বিষয়টি জানান। দীলিপবাবুর বাড়ি রানিরবাজার থানা এলাকায়। সেকারণে পশ্চিম থানার পুলিশ রানির বাজার থানায় গিয়ে এ বিষয়ে এফআইআর করার পরামর্শ দেয়। পশ্চিম থানার পুলিশের পরামর্শ অনুযায়ী দীলিপবাবু পশ্চিম থানা থেকে রানীর বাজার থানায় গিয়ে এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেন।
পরবর্তীকালে তিনি বিষয়টি ক্রাইম ব্রাঞ্চ এর কর্মকর্তাদের নজরে আনেন। ফেসবুক একাউন্ট হ্যাক করে এ ধরণের কর্মকান্ড সংগঠিত করার ঘটনাকে কেন্দ্র করে অন্যান্য বন্ধু মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। হ্যাকারদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবি উঠেছে।