স্টাফ রিপোর্টার , আগরতলা, ১৬ সেপ্টেম্বর।। বুধবার করোনা আক্রান্ত হলেন বিজেপি আইপিএফটি জোট সরকারের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া৷ তিনি বন, উপজাতি কল্যাণ ইত্যাদি দপ্তরের মন্ত্রী৷
তিনি আইপিএফটি দলের নির্বাচিত জনপ্রতিনিধি৷ বুধবার সকালে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তাঁর সামাজিক মাধ্যমে জানান যে, বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া করোনায় আক্রান্ত এবং তাঁর সুস্থতা কামনা করেন৷
এদিকে মন্ত্রী মেবার কুমার জমাতিয়া করোনায় আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই মহাকরণে আধিকারীক সহ অন্যান্য কর্মচারীদের মধ্যে দৌড়ঝাপ শুরু হয়ে যায়৷ রাজ্যে এই প্রথম কোন মন্ত্রী করোনা আক্রান্ত হয়েছেন৷