ভারতীয় ভূখণ্ডের প্রায় ৩৮ হাজার বর্গ কিলোমিটার এলাকা জোর করে দখল করে রেখেছে চিন

অনলাইন ডেস্ক, ১৭ সেপ্টেম্বর।। বিরোধীদের প্রবল দাবি মেনে বৃহস্পতিবার রাজ্যসভায় লাদাখের পরিস্থিতি নিয়ে বিবৃতি দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রাজনাথ এদিন বলেন, লাদাখে ভারতীয় ভূখণ্ডের প্রায় ৩৮ হাজার বর্গ কিলোমিটার এলাকা জোর করে দখল করে রেখেছে চিন। শুধু দখল করে রাখাই নয়, সেখানে চিনের লালফৌজ টহলদারী চালাচ্ছে।

এখানেই শেষ, ১৯৬৩ চিন-পাকিস্তান সীমান্ত চুক্তি অনুযায়ী বেআইনিভাবে পাক অধিকৃত কাশ্মীরের ৫১৮০ বর্গকিলোমিটার ভারতীয় ভূখণ্ড পাকিস্তান চিনের হাতে তুলে দিয়েছে। লাদাখ সীমান্ত এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। সে বিষয়ে সরকারের বক্তব্য জানতে উদগ্রীব হয়ে উঠেছিল বিরোধীরা।

বিরোধীদের দাবি মেনেই এদিন রাজ্যসভায় লাদাখ নিয়ে বিবৃতি দেন রাজনাথ। সেখানেই তিনি বলেন, বিশ্বে এমন কোন শক্তি নেই যা লাদাখে ভারতীয় সেনার টহলদারী আটকাতে পারবে। লাদাখে ভারতীয় সেনার টহলদারী আটকাতে গিয়েই চিনের সঙ্গে সংঘর্ষ বাধে। ভারতীয় সেনাবাহিনীর টহলদারীর কাজে কোনওভাবেই শিথিলতা দেখানো হবে না।একই সঙ্গে চিনের কড়া সমালোচনা করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, বেজিং মুখে এক বলে আর কাজে এক করে।

এদের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে বিশ্বাসঘাতকতা। সীমান্তে নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও মজবুত করতে মোদি সরকার গত কয়েক বছরে প্রচুর পরিমাণ বিনিয়োগ করেছে বলেও প্রতিরক্ষা মন্ত্রী জানান। তিনি বলেন গালওয়ানের সংঘাতের পর প্রধানমন্ত্রী নিজে লাদাখে গিয়ে সেনাবাহিনীকে উৎসাহিত করেন। প্রধানমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন গোটা দেশ বাহিনীর পাশে আছে। বিরোধীরাও এদিন জানিয়ে দেন তাঁরাও সেনাবাহিনীর পাশে আছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?