স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ সেপ্টেম্বর।। অরুন্ধতীনগর থানা এলাকার পডুকলীতে বুধবার একটি বাইক চুরি হয়েছে। বাইকটির নম্বর টি আর ০৩-এইচ-৮২০৪। এ ব্যাপারে থানায় একটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে তবে চুরি যাওয়া বাইক উদ্ধার কিংবা চোরকে গ্রেপ্তারের কোনো সংবাদ নেই। বাইক চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।উল্লেখ্য ইতিপূর্বে ওই এলাকা থেকে একাধিক বাইক চুরির ঘটনা ঘটেছে।
একের পর এক চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বসবাসকারী জনগণের মধ্যে নিরাপত্তা নিয়ে সংশয় বৃদ্ধি পাচ্ছে। এলাকায় পুলিশি টহল বাড়ানোর জন্য এলাকাবাসীর তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে।