স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১৬ সেপ্টেম্বর।।করোনায় আক্রান্ত হয়ে তেলিয়ামুড়ায় মৃত্যু হল আরও এক জনের। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মহারানী পুর এলাকায়। জানা যায় এলাকার বাসিন্দা গৌতম দেব ?বেশ কয়েকদিন ধরে সর্দি কাশি জ্বর সহ শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। খাওয়া দাওয়া এক প্রকার বন্ধ হয়ে গিয়েছিল।
গত সোমবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ওনাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন। সেখানে COVIDE-19 পরীক্ষা করা হলে রিপোর্ট পজেটিভ আসে। সঙ্গে সঙ্গে কর্তব্যরত চিকিৎসক ওনাকে কোভিড কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া কথা বলেন। এরই মধ্যে ওনার শ্বাস কষ্ট বৃদ্ধি পায়।
কিন্তু মহাকুমা হাসপাতালে ছিল না অক্সিজেনের ব্যবস্থা। গুরুতর ভাবে অসুস্থ গৌতম দেবকে আগরতলা জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কোনো অ্যাম্বুলেন্সের ব্যাবস্থাও করা যায়নি। এমনটাই অভিযোগ পরিবারের লোকজনের। পরবর্তী সময়ে পরিবারের লোকজন মঙ্গলবার আগরতলা থেকে আসা এক চিকিৎসককে দেখান গৌতম দেবকে।
ঐ চিকিৎসক ঔষধ লিখে বাড়ি পাঠিয়ে দেয়। মঙ্গলবার রাতে আগরতলা থেকে আগত চিকিৎসকের পরামর্শ মতো ঔষধ খাওয়ার পর শ্বাস কষ্ট বেড়ে যায়। এবং গভীর রাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে গৌতম দেব। গৌতম দেবের মৃত্যুতে তাঁর পরিবারে নেমে এসেছে শোঁকের ছায়া।