অনলাইন ডেস্ক, ১৭ সেপ্টেম্বর।। দেশের বিভিন্ন বাণিজ্যিক সংস্থা ও সাধারণ নাগরিকের ব্যক্তিগত গোপন তথ্য চুরি করে চিনে পাচার করেছে সে দেশের বহুজাতিক সংস্থা আলিবাবা। এই কাজ করতে সংস্থাটি কমপক্ষে ৭২টি সার্ভার ব্যবহার করেছে। এক রিপোর্টে এই কথা জানিয়েছে দেশের গোয়েন্দা বিভাগ।
শীঘ্রই বিষয়টি নিয়ে তদন্ত করবে গোয়েন্দা বাহিনী।গোয়েন্দা বাহিনীর এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, মূলত বিভিন্ন বাণিজ্যিক সংস্থাকে লোভনীয় অফার দিয়েই ফাঁদে ফেলেছে আলিবাবা। ইউরোপের সার্ভারের তুলনায় এদেশে আলিবাবার সার্ভারে তথ্য জমা রাখার খরচ অনেকটাই কম। আর সেই ফাঁদে পা দিয়েছে ভারতীয় সংস্থাগুলি।
তবে চিনা সংস্থা আলিবাবা পুরো কাজটি করেছে সেদেশের সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা মত। গোয়েন্দা বিভাগের ওই কর্তা আরও জানিয়েছেন, ভারতীয় সংস্থা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করার পর চিনের রিমোট সার্ভারে তা সরিয়ে ফেলা হয়েছে। এর ফলে বহু ভারতীয় সংস্থা ও নাগরিকের গোপন তথ্য চিনের হাতে চলে গিয়েছে।
তবে গোয়েন্দা বাহিনীর এই রিপোর্ট সম্পর্কে আলিবাবার তরফে কোন মন্তব্য করা হয়নি। উল্লেখ্য, চিন যে শুধু সীমান্তে আগ্রাসন চালাচ্ছে তা নয়, ভারতের বিভিন্ন গোপন তথ্য হাতিয়ে নিতে তারা সাইবার হানাও বজায় রেখেছে। তথ্য চুরি ও পাচারের অভিযোগে ইতিমধ্যেই নরেন্দ্র মোদি সরকার শতাধিক চিনা অ্যাপের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।