অনলাইন ডেস্ক, ১৭ সেপ্টেম্বর।। সম্প্রতি ভক্তদের কাছ থেকে তিরুপতি মন্দির পেয়েছে প্রায় ৫০ কোটি টাকা। কিন্তু সেই টাকা মন্দির কর্তৃপক্ষ কোনও কাজে লাগাতে পারছে না। কারণ পুরো টাকাটাই এসেছে বাতিল হয়ে যাওয়া ৫০০ ও ১০০০ টাকার নোটে।তিরুমালা মন্দির কমিটি জানিয়েছে, বাতিল হওয়ার পর ১০০০ টাকার নোট জমা পড়েছে এক লাখ ৮০ হাজার। যার মূল্য ১৮ কোটি টাকা। ৫০০ টাকার নোট জমা পড়েছে ছয় লাখ ৩৪ হাজার।
যার মূল্য ৩১.৭ কোটি টাকা। বাতিল হওয়া ৫০০ ও ১০০০ টাকার নোটের মোট মূল্য প্রায় ৫০ কোটি টাকা। তাই বিপুল পরিমাণ টাকা হাতে পেয়েও কোনও কাজে আসছে না তিরুপতি মন্দির কমিটির। এই নোটগুলি নিয়ে কী করা হবে সে ব্যাপারেও মন্দির কর্তৃপক্ষ কোনও সিদ্ধান্ত নিতে পারেনি।
তিরুমালা তিরুপতি দেবস্থানমের চেয়ারম্যান ওয়াই ভি সুব্বা রেড্ডি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে অনুরোধ করেছেন, অর্থমন্ত্রী যেন এই নোট রিজার্ভ ব্যাঙ্ক বা অন্য কোন ব্যাঙ্কে জমা দেওয়ার জন্য মন্দির কর্তৃপক্ষকে অনুমতি দেয়। কেন্দ্র যদি ওই টাকা রিজার্ভ ব্যাঙ্ক বা অন্য কোনও ব্যাঙ্কে জমা রাখার অনুমতি দেয় সে ক্ষেত্রে মন্দির কর্তৃপক্ষ ওই টাকা দিয়ে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কাজ করতে পারবে।
এই টাকার বিষয়ে মন্দির কর্তৃপক্ষ ২০১৭ সালে কেন্দ্রীয় অর্থমন্ত্রক এবং রিজার্ভ ব্যাঙ্ককে লিখিতভাবে জানিয়েছে। কিন্তু এ ব্যাপারে কোনও জায়গা থেকেই তারা সদুত্তর পায়নি। মন্দির কমিটির চেয়ারম্যান রেড্ডি অর্থমন্ত্রীকে সীতারমনকে ব্যক্তিগতভাবে জানিয়েছেন, এটি ভক্তদের আবেগের বিষয়। তাই সরকার বিষয়টি যেন সহানুভূতির সঙ্গে বিবেচনা করে দেখে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ভক্তরা এখনও নিয়মিত বাতিল হয়ে যাওয়া টাকা দেবতার উদ্দেশ্যে দান করছেন। ধর্মীয় আবেগের কথা মাথায় রেখে ভক্তদের তাঁরা এই টাকা দেওয়া থেকে বিরত করতে পারছেন না।