সংবাদ মাধ্যমকে হুমকি, স্পষ্টীকরণ দিলেন খোদ মুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৫ সেপ্টেম্বর৷৷ সম্প্রতি সাব্রুমে একটি অনুষ্ঠানে সংবাদ মাধ্যমকে নিয়ে মুখ্যমন্ত্রীর এক বক্তব্যকে কেন্দ্র করে বিতর্ক দেখা দেয়৷ এই পরিস্থিতিতে সাব্রুমে মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে স্পষ্টীকরণ দিলেন খোদ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ মুখ্যমন্ত্রী জানান রাজ্যের ৩৭ লক্ষ্য বাসিন্দার প্রতি ওনার মূল দায়িত্ব৷ তার মধ্যে সাংবাদিক রয়েছে, ডাক্তার রয়েছে, কৃষক রয়েছে, রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে৷ সকলের প্রতি ওনার দায়িত্ব রয়েছে৷ সাব্রুমের তিনি সকলকে নয়, এক দুইটি সংবাদ মাধ্যম যারা মানুষকে বিভ্রান্ত করছে, তাদের কে বলেছেন তারা যেন মানুষকে বিভ্রান্ত না করে৷ সঠিক বিষয়টি সামনে আসার জন্য৷ মানুষকে বিভ্রান্ত করা হলে মানুষ ভয়ে হাসপাতালে আসতে চায় না৷

পর্যবেক্ষণ করে দেখা গেছে হোম আইসোলেশনে রয়েছে, কিন্তু খুবই খারাপ অবস্থা৷ ভয়ে হাসপাতালে আসছে না৷ পরবর্তী সময় শেষ মুহূর্তে হাসপাতালে আনা হচ্ছে৷ এতে করে প্রানহানি ঘটছে৷ বাড়ি বাড়ি যখন স্বাস্থ্য কর্মীদের পাঠানো হয়েছে, তখনও অনেকে সঠিক ভাবে সাহায্য করেনি৷ অনেক জায়গায় স্বাস্থ্য কর্মীদের বাধাও দেওয়া হয়েছে৷ গোমতী জেলার তিন জন রোগীকে হাসপাতালে নিয়ে আসার সময় এ্যাম্বুলেন্সে মারা গেছে৷

যদি এই সকল রোগীরা ভয় না পেত , সময়মত হাসপাতালে চলে আসতো তাহলে তাদের প্রান হারাতে হতো না৷ সংবাদ মাধ্যমের দায়িত্ব রয়েছে মানুষকে সচেতন করার৷ সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া সংবাদ মাধ্যমের দায়িত্ব৷ মুখ্যমন্ত্রী এইদিন স্পষ্ট করে জানান তিনি সেই দিন বলতে চেয়েছেন ত্রিপুরার মানুষের সামনে বিভ্রান্তকর তথ্য পরিবেশন করা হলে একজন অভিভাবক হিসাবে কোন ভাবেই তা মাপ করতে পারেন না৷

তিনি আরও বলেন রাজ্যের সকল অংশের মানুষের প্রতি ওনার দায়িত্ব রয়েছে৷ প্রথম যে দিন জিবি হাসপাতালে করোনা আক্রান্ত রোগী পাওয়া গিয়েছিল সেই দিন রাজ্যের মানুষ যথেষ্ট ভয় পেয়ে গিয়েছিল৷ তখন কেউ ভয়ে জিবি হাসপাতালে যেতে চাইতো না৷ মানুষকে সাহস যোগানোর জন্য তখন তিনি জিবি হাসপাতালে ছুটে যান৷

দীর্ঘ দুই ঘটনা সময় তিনি সেখানে কাটান৷ তিনি আরও বলেন ত্রিপুরার মানুষের মানসিক শক্তি অনেক বেশি৷ যারা ত্রিপুরার মানুষের মানসিক শক্তি খর্ব করার চেষ্টা করবে তাদের কি করে তিনি মাপ করবেন৷ এই কথাই তিনি সেই দিন বলতে চেয়ে ছিলেন৷ তার বাইরে আর কোন কিছু নয়৷ সেই দিনের বক্তব্যকে কেউ যদি ভুল বুঝে থাকে, তবে তাঁকে ভালো ভাবে একবার দেখা উচিত৷

মুখ্যমন্ত্রী এইদিন স্পষ্ট করে বলেন সাব্রুমে তিনি যে কথা বলেছেন তা কাউকে দুঃখ দেওয়া কিংবা কাউকে অপমান করার জন্য বলেননি৷ মানুষ যেন বিভ্রান্ত না হয়, তা তিনি বোঝানোর চেষ্টা করেছেন৷ তিনি এইদিন ফের একবার সংবাদ মাধ্যমকে স্বাধীন ভাবে সত্য সংবাদ মানুষের সামনে তুলে ধরার আহ্বান জানান৷ সরকার সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের প্রতি আন্তরিক বলেও জানান৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?