লাই ডিটেকশন ডিভিশন পদে নিযুক্তির ক্ষেত্রে প্রয়োজনীয় যোগ্যতা নির্ধারণ

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৫ সেপ্টেম্বর৷৷ভারতের সংবিধানের ৩০৯ ধারা অনুযায়ী ত্রিপুরার স্বরাষ্ট্র দপ্তরের অধীনস্ত স্টেট ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্টেন্ট, লাই ডিটেকশন ডিভিশন পদে নিযুক্তির ক্ষেত্রে শিক্ষাগত ও অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা নির্ধারণ করা হয়েছে৷ তার উল্লেখযোগ্য দিকগুলি নিম্নরূপ৷

এ বিষয়ে প্রণীত আইন ‘দ্য রিক্রটমেন্ট রুলস, ২০২০’ বলে পরিগণিত হবে এবং সরকারি গ্যাজেটে প্রকাশিত হওয়ার সাথে সাথেই তা কার্যকর হবে৷ একমাত্র পদটি হবে গ্রপ সি, নন গ্যাজেটেড৷ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে স্বরাষ্ট্র দপ্তর সরাসরি এই পদে নিয়োগ করবে৷ বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে৷ তাছাড়া এসসি, এসটি, দিব্যাঙ্গজন ও সরকারি কর্মচারীদের ক্ষেত্রে বয়সসীমা ৫ বছর শিথিলযোগ্য৷

শিক্ষাগত যোগ্যতা হতে হবে সাইকোলজি বা ফরেনসিক সাইকোলজি / ক্রিমিনোলোজিতে ৪৫ শতাংশ নম্বর নিয়ে স্নাতক৷ বয়স ও অন্যান্য বিষয়ে সরকারি নিয়মে যে ছাড় রয়েছে তা অপরিবর্তিত থাকবে৷ এরপরও যদি রুলস নিয়ে কোনও দ্বদ্ব দেখা দেয় তাহলে ত্রিপুরা সরকারের স্বরাষ্ট্র দপ্তর সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে৷ স্বরাষ্ট্র দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ সংবাদটি জানানো হয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?