২১ সেপ্টেম্বর ১২ ঘণ্টার ত্রিপুরা বনধের সমর্থনে বীরজিৎ সিনহার নেতৃত্বে প্রচার

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৫ সেপ্টেম্বর৷৷ আগামী ২১ সেপ্টেম্বর কংগ্রেস ও তাঁর শাখা সংগঠনের উদ্যোগে ১২ ঘণ্টার ত্রিপুরা বনধের ডাক দেওয়া হয়েছে। মঙ্গলবার প্রদেশ কংগ্রেস কার্যালয়ের সামনে থেকে প্রাক্তন পিসিসি সভাপতি বীরজিৎ সিনহার নেতৃত্বে বনধের সমর্থনে প্রচার চালানো হয়।

রাজ্যে করোনা মহামারি নিয়ে মানুষ আতঙ্ক গ্রস্থ। হাসপাতালের সঠিক ব্যবস্থা এখনো নেওয়া যায়নি। অন্যদিকে চলছে হামলা । এরই প্রতিবাদে বনধের আহবান। এই বনধের গুরুত্ব অপরিসীম। এটা মানুষ বুঝতে পেরে বনধের সমর্থন করবেন বলে আসা ব্যক্ত করেন প্রাক্তন পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা।

সমস্ত ব্যবসায়ীক প্রতিষ্ঠান , গাড়ি চালক তারা বনধে সামিল হওয়ার আহবান জানান তিনি। বনধে ব্যপক সাড়া মিলবে বলে জানান তিনি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?