স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ সেপ্টেম্বর।। দীর্ঘদিন ধরে বেহাল ডুকলী থেকে মহারাজ গঞ্জ যাওয়ার সড়কটি। নিত্য যান দুর্ঘটনা ঘটছে। সোমবার দুপুরে একটি মাটি বোঝাই ট্রিপার উল্টে পড়ে যায় ধানের জমিতে। ঘটনাটি ঘটে এই সড়কের নারায়ণ বাড়ি এলাকায়।আঘাত পেয়েছেন গাড়ির চালক। এমনিতেই বেহাল সড়ক।
অন্যদিকে সড়কের পাশেই পানীয় জলের পাইপ লাইন সম্প্রসারণের কাজ চলছে। এর ফলে চলতি বর্ষায় আরও মারাত্মক আকার নিয়েছে সড়কটি।বাইক- গাড়ি রোজদিন দুর্ঘটনার শিকার হচ্ছে । দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ। স্থানীয়রা জানান বাম আমলে একবার সড়কটি সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছিল। কিন্তু অতি নিম্নমানের কাজ হওয়ায় সড়ক সংস্কার কাজে বাধা সৃষ্টি করেছিলেন স্থানীয় জনতা। এরপর সংস্কারকাজ থমকে যায়।
বাম সরকারের পতন হয়। রাজ্যে আড়াই বছর ধরে শাসন করছে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার। কিন্তু স্থানীয়দের দাবি মেনে এই সড়কটি সংস্কারের কোন উদ্যোগ নিচ্ছে না সরকার। দিনদিন সড়কটির অবস্থা আরো খারাপ হয়ে পড়ছে। যার ফলে মানুষের ভোগান্তি বাড়ছে। ঝুঁকি নিয়ে চলাচল করছে সবাই। স্থানীয় জনতা দ্রুত এই সড়কটি সংস্কারের দাবি তুলেছেন।