স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৫ সেপ্টেম্বর।। মহিলা কংগ্রেসের ৩৭ তম প্রতিষ্টা দিবস উপলক্ষে মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে মহিলাদের সুরক্ষা নিয়ে দাবি তুললেন ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের প্রতিনিধিরা।
৩৬ বছর পেরিয়ে এবছর ৩৭ এ পদার্পন করলো মহিলা কংগ্রেস। তবে এখনো প্রতিদিন রাজ্যে কোথায় না কোথায় নারীরা লাঞ্ছিত, কষ্টার্জিত হচ্ছেন। এই ভাবে আর কতদিন চলবে।
তাই এই সব বিষয়গুলো যাতে মুখ্যমন্ত্রী অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখেন, তার ই দাবি তুললেন মহিলা কংগ্রেসের প্রতিনিধিরা।পাশাপাশি রাজ্যে যাতে প্রত্যেক মহিলাই স্বসন্মান নিয়ে চলতে পারেন, এর দিকে ও রাজ্য মহিলা কংগ্রেসের তরফে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়।
রাজ্য মহিলা কংগ্রেসের হয়ে এই সব দাবি গুলোতুলেন দেবযানী লস্কর।দিনটি উদযাপন উপলক্ষে মহিলা কংগ্রেসের পতাকা ও উত্তোলন করা হলো এদিন কংগ্রেস ভবনের সামনে।
এতে উপস্থিত ছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি বিরজিত সিনহা ও। প্রত্যেকেই প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে তাদের শ্রদ্ধার্গ অর্পণ ও করেন।