স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ সেপ্টেম্বর।।বিজেপি-আইপিএফটি জোট সরকারের রাজত্বে সাধারন মানুষ থেকে শুরু করে সরকারী আমলা, ব্যবসায়ী, ঠিকেদার এমনকি গনতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম ও তার সাংবাদিক কর্মীরা আজ হুমকির মুখে। বিপ্লব দেব সরকারের অন্যায়ের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে পারছে না।
আর কেউ প্রতিবাদ করলেই তার কন্ঠরোধ করা হয়। এমনকি মারধর, খুন খারাপি পর্যন্ত হতে হয়। সোমবার জিএমপি-র রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ জিতেন চৌধুরী সাংবাদিক সম্মেলন করে এই কথা গুলি বলেন। গোটা রাজ্য সহ গন্ডাছড়া মহকুমার সার্ভিক পরিস্থিতি নিয়ে এদিন দুপুর দেড়টায় সিপিএম গন্ডাছড়া মহকুমা কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের শাসন ব্যবস্থার সমালোচনা করে বলেন, গনতন্ত্র রক্ষার্থে মিডিয়ার কর্মীরা রাজ্যবাসীর কাছে বাস্তব চিত্রটা তুলে ধরছে। যেটা সংবাদ মাধ্যমের কাজ।
পাশাপাশি সংবাদ মাধ্যমের কাছে তিনি মানুষকে সজাগ দৃষ্টি আকর্ষণ করার আহ্বান জানান। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্টির রাজ্য কমিটির সদস্য সন্তোষ চাকমা, সিপিএম গন্ডাছড়া মহকুমা সম্পাদক ধনঞ্জয় ত্রিপুরা, জিএমপি মহকুমা সম্পাদক সুমতি রঞ্জন চাকমা।