অনলাইন ডেস্ক , ১৪ সেপ্টেম্বর।।সুরেশ রায়না দেশে ফিরে গিয়েছেন। ব্যক্তিগত কারণে আইপিএলে খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন হরভজন সিংও। আপাতদৃষ্টিতে এই দুটি ঘটনা নিয়ে বেশ অস্বস্তিতে রয়েছেন ভক্তরা। কিন্তু সেই ভাবনা যে অমূলক, তা বুঝিয়ে দিয়েছেন শেন ওয়াটসন।রবিবার নিজের টুইটার হ্যান্ডলে প্রাক্তন অস্ট্রেলীয় অলরাউন্ডার একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে দুটি নেটে বল ক্রমাগত উড়িয়ে চলেছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং ওটয়াটসন নিজে। সেই ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, “৩৯ বছরের দুই বয়স্ক ক্রিকেটার আমরা।
তবে নেটে ঢুকে এটাই করতে ভালবাসি।” যে ভিডিও ভক্তমহলে সাড়া ফেলে দিয়েছে।এদিকে, চেন্নাই সুপার কিংসকে এবারও ট্রফি জয়ের দৌড়ে এগিয়ে রেখেছেন গৌতম গম্ভীর। প্রাক্তন ভারতীয় ওপেনার জানিয়েছেন, অধিনায়ক ধোনির শীতল মস্তিষ্ক এবারও ম্যাচে বড় প্রভাব ফেলবে। তিনি বলেছেন, “ধোনি ওর দলের ক্রিকেটারদের অন্যভাবে বিচার করে। লক্ষ্য করলে দেখা যাবে, ও যে কোনও ক্রিকেটারকে প্রথম ছয়-সাতটা ম্যাচে খেলার সুযোগ দেয়। তাতে সেই ক্রিকেটারও নিজের সেরা খেলাটা সহজেই উজাড় করে দিতে পারে। সেই গুণটা কিন্তু আমি বিরাট কোহলির মধ্যে দেখিনি।
আরসিবি দলে ঘনঘন ক্রিকেটার পরিবর্তন দলের ভারসাম্যকে নষ্ট করে দেয়। আমি তাই চেন্নাইকে এবারও চ্যাম্পিয়নের দৌড়ে এগিয়ে রাখব। আর এই ধরনের পরিস্থিতিতে দলকে কীভাবে ঠিক পথে চালনা করতে হয়, সেটা ধোনির চেয়ে কেউ ভাল জানে বলে আমি মনে করি না।”কোয়ারেন্টাইন পর্ব শেষ করে মাঠে নেমে পড়েছেন দক্ষিণ আফ্রিকার দুই তারকা ফ্যাফ ডুপ্লেসি এবং লুনগি এনগিডি। সোমবার দলের ওয়েবসাইটে ডুপ্লেসি বলেছেন, “অনেকদিন ক্রিকেটের বাইরে থাকায় সামান্য জড়তা তৈরি হয়েছিল। সেটা কিন্তু ধীরে ধীরে কেটে গিয়েছে। এখানকার গরমের সঙ্গে মানিয়ে নিতে অসুবিধা হবে না।
আমরা তৈরি। প্রথম ম্যাচটা মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। ওই ম্যাচটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথম ম্যাচটা জিততে পারলেই মনোবল ফিরে আসবে সকলের। চেন্নাই সুপার কিংস দলের যে অভিজ্ঞতা রয়েছে, সেটাই কিন্তু ম্যাচে বড় পার্থক্য গড়ে দেবে।”