স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৫ সেপ্টেম্বর।। মা হওয়াকে প্রকৃতির সবচেয়ে বড় বরদান হিসাবে মানা হয় বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মঙ্গলবার শিবনগর স্থিত অনিক ক্লাবে স্টেট ইঞ্জিনিয়ার এসোসিয়েশন ত্রিপুরার পশ্চিম জেলা কমিটির উদ্যোগে ৫৩ তম ইঞ্জিনিয়ার্স দিবসের আনুষ্ঠানিক সূচনা করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
‘সেবা সপ্তাহ’ অভিযানের অন্তর্গত দ্বারা আয়োজিত কার্যক্রমে সামিল হয়ে গর্ভবতী মহিলাদের পৌষ্টিক আহার সম্বলিত প্যাকেট বিতরণ করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী আরো বলেন গর্ভাবস্থায় স্বাস্থ্যকর ও সুষম আহার গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ গর্ভস্থ শিশু তার মায়ের ভোজন থেকেই পুষ্টি পায়।
আমাদের সরকার মা ও শিশুর মৃত্যু হার হ্রাস করতে প্রতিজ্ঞাবদ্ধ বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।এদিকে তিনি বলেন সরকার পোষণ প্রকল্প অনুযায়ী নারীকে সুস্বাস্থ্যের আধিকারী এবং ভারতবর্ষে মাতৃতান্ত্রিক দেশ হওয়ায় সর্বোচ্চ সম্মান দিতে চাইছে। তাহলে দেশ এগিয়ে যাবে। কারণ নারীরা দেশ নির্মাণ করে বলে অভিমত ব্যক্ত করেন শ্রীদেব।