অনলাইন ডেস্ক, ১৫ সেপ্টেম্বর।।হাতে আর বাকি পাঁচদিন। তারপরেই শুরু হয়ে যাবে ত্রয়োদশ আইপিএল। করোনা পরিস্থিতির মধ্যে বায়ো বাবল গঠন করে এবার ক্রোড়পতি লিগ আয়োজিত হবে। সেইজন্য কয়েকদিন আগেই সংযুক্ত আরব আমিরাতে পৌঁছে গিয়েছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
কয়েকদিন ‘হোম আইসোলেশন’এ থাকার পর তিনি সোমবার শারজা স্টেডিয়াম ঘুরে দেখলেন।আগামী ২২ সেপ্টেম্বর ঐতিহাসিক শারজা স্টেডিয়ামে প্রথম ম্যাচ আয়োজিত হবে। সেই ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। এই ঐতিহাসিক স্টেডিয়ামে ১২’টি ম্যাচ আয়োজনের পাশাপাশি আবু ধাবির জায়েদ স্টেডিয়ামে ২০’টি ম্যাচ ও দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ২৪’টি ম্যাচ আয়োজিত হবে।
আগামী ১৯ সেপ্টেম্বর প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে আবু ধাবিতে আয়োজিত হবে। মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচে উপস্থিত থাকার পর ২১ সেপ্টেম্বর দেশে ফিরতে পারেন মহারাজ।