স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১৫ সেপ্টেম্বর।। শ্রীনগর থানা এলাকার পূর্ব ধাইরাছড়ায় আইপিএফটি কর্মীর উপর দুর্বৃত্তরা হামলা ও ভাঙচুর চালিয়েছে। আক্রান্ত আইপিএফটি কর্মীর নাম সত্য দেববর্মা। জানা যায় দুর্বৃত্তরা আইপিএফটি পতাকাসহ অন্যান্য সামগ্রী নষ্ট করে দিয়েছে।
এ ব্যাপারে শ্রীনগর থানায় একটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।তবে এখনও পর্যন্ত এই হামলা ও দলের পতাকা নষ্ট করে দেওয়ার ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।আশঙ্কা করা হচ্ছে ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় অশান্তির পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যেই এ ধরনের হিংসাত্মক কার্যকলাপের সংগঠিত করা হয়েছে।
উল্লেখ্য শ্রীনগর থানা এলাকায় এর আগেও এ ধরনের রাজনৈতিক হিংসাত্মক কার্যকলাপ সংঘটিত হয়েছে। পরপর এসব হিংসাত্মক কার্যকলাপ কে কেন্দ্র করে ওইসব এলাকায় রাজনৈতিক উত্তেজনার পারদ বর্তমানে তুঙ্গে।রাজনৈতিক হিংসাত্মক কার্যকলাপ বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য এলাকাবাসীর তরফ থেকে রক্ষা প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে।