স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১৫ সেপ্টেম্বর।। মঙ্গলবার দুপুরে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ভুইয়ার মাথা সিটিআই ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে জান্ডিমোন্ডা খেলার সময় সাত জন জুয়ারীকে আটক করে বিশালগড় থানার পুলিশ।ঘটনার বিবরণে জানা যায় প্রায় দীর্ঘদিন যাবত চলছিল এই জোয়ার তান্ডব,যেখানে দুরদুরান্ত থেকে যুবকরা এসে পকেট খালি করে যায়।
এলাকার কিছু দাপটীয় লোক এই অবৈধ ব্যবসার সাথে জড়িত বলে জানিয়েছেন কয়েকজন।প্রায় লাখ লাখ টাকার খেলা হতো সেখানে।অনেক সময় টাকা দিতে না পারলেও সোনার চেইন, বাইক, গাড়ি এইসব কিছুর বিনিময়ে ও খেলা হতো।
অবশেষে আজ বিশালগড় থানার সাব ইন্সপেক্টর বিজয় দাস গোপন খবরের ভিত্তিতে সাত জন জুয়ারীকে আটক করে থানায় নিয়ে আসে, যাদের মধ্যে কিশোর সরকার (৪২) বাড়ি এডিনগর, রাজীব গিরি(২৪) বাড়ি ঘনিয়ামারা,রাজীব দাস(২৮) বাড়ি গকুলনগর, বাপন দাস(২১) বাড়ি ভুঁইয়ার মাথা,রামু ভৌমিক(৩২) বাড়ি গকুলনগর,মিটন দেবনাথ (৩৩) বাড়ি রানিবাজার,কামাল মিয়া(৩৫) ধজনগর।তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে টাকা ও মোবাইল ফোন পাওয়া যায়।বিশালগড় থানার সাব ইন্সপেক্টর বিজয় দাস জানায় তাদের বিরুদ্ধে গেম্বলিং এক্ট অনুযায়ি মামলা রুজু করা হয়েছে।