অনলাইন ডেস্ক, ১৪ সেপ্টেম্বর।। মেঘালয়ের রাজভবনে নিয়োজিত তিরিশ জন আধিকারিক ও কর্মচারীর দেহে হামলা করেছে কোভিড-১৯, এঁদের সকলের শরীরে পজিটিভ ধরা পড়েছে। তবে রাজ্যপাল সত্যপাল মালিকের রেজাল্ট নেগেটিভ এসেছে।
সরকারি সূত্রে জানা গেছে, রাজ্যপাল মালিক সহ সব আধিকারিক এবং কর্মচারীর কোভিড-১৯ টেস্টের জন্য রবিবার স্যাম্পল সংগ্রহ করা হয়েছিল।
এঁদের মধ্যে রাজ্যপাল ছাড়া তাঁর সচিব প্রবীণ বকশি সহ ৩০ জনের পজিটিভ রেজাল্ট এসেছে। তাঁদের সবাইকে কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে রাজ্যপাল সত্যপাল মালিকের নেগেটিভ আসলেও তিনি নিজেকে সেল্ফ আইসেল্যাশনে রেখেছেন। তিরিশ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ায় রাজভবনে প্ৰবেশ ও প্ৰস্থানের সব দুয়ার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বলে সরকারি সূত্র জানিয়েছে।
এদিকে রাজ্যের করোনা ভাইরাসের দুরন্ত হানায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্ৰী কনরাড কে সাংমা মেঘালয়ের সর্বস্তরের জনসাধারণকে স্বাস্থ্য দফতরের জারিকৃত বিধি-নিষেধ অবশ্যই পালন করার আহ্বান জানিয়েছেন।এখানে উল্লেখ করা যেতে পারে, মেঘালয়ে আজ এই খবর লেখা পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন মোট ৩,৭২৬ জন।
তাঁদের মধ্যে ২,০৭৫ জন সুস্থ হয়েছেন। সক্রিয় রোগীর সংখ্যা ১,৬২৩। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২৬ জন। তাছাড়া এখন পর্যন্ত টেস্ট হয়েছে এক লক্ষাধিক।