অনলাইন ডেস্ক, ১৪ সেপ্টেম্বর।। আজ থেকে শুরু হল বাদল অধিবেশন। আগামী অক্টোবরের ১ তারিখ পর্যন্ত বাদল অধিবেশন চলবে। কোভিডের কারণে দীর্ঘ ৬ মাস ধরে সাংসদ বন্ধ ছিল। নিয়ম অনুযায়ী ৬ মাসের বেশী সাংসদ বন্ধ রাখা যায় না। তাই সোমবার বাদল অধিবেশন বসলো।
নির্ধারিত সময় থেকে ২ মাস পর বাদল অধিবেশন বসলো। জানা গিয়েছে, সাংসদ শুরু হওয়ার আগে সাংসদের জন্য তৈরি এই মাল্টি-ইউটিলিটি কোভিড-১৯ কিটের প্রত্যেকটিতে রয়েছে ৪০টি করে ডিসপোজেবল মাস্ক, ৫টি করে এন-৯৫ মাস্ক, ২০ বোতল স্যানিটাইজার। যার প্রত্যেকটিতে থাকবে ৫০ মিলিলিটার করে স্যানিটাইজার।
এছাড়াও কিটে থাকছে ফেস শিল্ডস, ৪০ জোড়া গ্লাভস, দরজা খোলা ও বন্ধের জন্য একটা টাচ-ফ্রি হুক। যার ফলে হাত দিয়ে দরজা স্পর্শ করার প্রয়োজন পড়বে না সাংসদদের। শরীরে ইমিউনিটি বাড়াতে রয়েছে টি-ব্যাগ। এদিকে প্রতিদিন দুই কক্ষের অধিবেশন নির্ধারিত সময়সুচি অনুযায়ী শুরু হবে। প্রথমদিন লোকসভার অধিবেশন সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত চলবে।
অপরদিকে প্রথমদিন রাজ্যসভার অধিবেশন শুরু হবে ৩টা থেকে এবং যা চলবে সন্ধ্যে ৭টা পর্যন্ত। তবে বাকি দিনগুলি চলবে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত। অপরদিকে লোকসভার অধিবেশন প্রথম দিন ছাড়া অনান্য দিনে অধিবেশন চলবে সকাল ৯টা থেকে চলবে দুপুর ১টা পর্যন্ত।