অনলাইন ডেস্ক, ১৩ সেপ্টেম্বর।। ভারতীয় দলের সহ অধিনায়ক রোহিত শর্মার প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার জাহির আব্বাস।তিনি বলেন, রোহিত শর্মা একজন ক্লাসিক্যাল প্লেয়ার। পাকিস্তানের ব্যাটসম্যানদের রোহিতকে দেখে শেখা উচিত।
সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন পাক তারকা স্পষ্ট জানালেন, রোহিতের ব্যাটিং তাঁর বিশেষ পছন্দের। ইউটিউব শো কট বিহাইন্ডে জাহির আব্বাস বলেন, ‘রোহিত শর্মা একজন ক্লাসিক্যাল প্লেয়ার। আমি সত্যিই ওর খেলা দেখতে পছন্দ করি। ও বলের মেরিট অনুযায়ী ব্যাট করে। ও শট তৈরি করতে পারে।
‘পাক কিংবদন্তি হিটম্যানের ব্যাটিং প্রসঙ্গে আরও বলেন, ‘আমার চোখ থাকে রোহিত কীভাবে শট নেওয়ার ক্ষেত্রে উদ্ভাবনী ক্ষমতার প্রয়োগ করে, সেদিকে। কীভাবে ও ছক্কা হাঁকায় ও বাউন্ডারি মারে। একজন প্লেয়ার, যার হাতে সব ধরণের শট রয়েছে, সব ফর্ম্যাটে সমান কার্যকরী, তাকে অসাধারণ বলা ছাড়া উপায় নেই।’শেষে জাহির আব্বাস জানান, যদি পাক ক্রিকেটারদের মনে হয় রোহিত ভাল ব্যাটসম্যান, তবে ওদের উচিত ভারতীয় তারকাকে দেখে শেখা।
তাঁর কথায়, ‘যদি তুমি বলো যে, রোহিত শর্মা ভালো ব্যাটসম্যান, তবে ওকে দেখে তোমার শেখা উচিত। ওর ব্যাটিং ভালো করে লক্ষ্য করো। দেখ কীভাবে ও খেলছে। ওর টেকনিকের দিকে নজর দাও। আমি হানিফ মহম্মদ, রোহন কানহাইকে দেখে শিখেছি। ওদের কাছে কখনও ট্রেনিং নিতে যাইনি।