আগরতলা, ১৩ সেপ্ঢেম্বর৷৷ গতকাল রাতে কতিপয় দুষৃকতকারী কর্তৃক স্যন্দন পত্রিকার আমবাসার প্রতিনিধি পরাশর বিশ্বাস আক্রান্ত হন৷ দুষৃকতকারীরা তাকে প্রচন্ড মারধোর করলে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়৷ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস এসোসিয়েশন সাংবাদিকের উপর এই আক্রমণের ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করছে এবং এই ঘটনায় জড়িত দোষীদের চিহ্ণিত করে তাদের গ্রেপ্তার করার দাবি জানাচ্ছে৷ সেই সাথে পরাশর বিশ্বাসের দ্রুত আরোগ্য কামনা করছে৷
এসোসিয়েশন এক বিবৃতিতে বলেছে, সম্প্রতি রাজ্যের সরকার প্রধান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সাব্রুমে একটি সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের সংবাদমাধ্যমকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন৷ এসোসিয়েশন গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে মুখ্যমন্ত্রীর ওই বক্তব্যের পর থেকে রাজ্যের কর্মরত সাংবাদিকরা উদ্বেগে এবং উৎকন্ঠায় রযেছেন৷ রাজ্যের ইতিহাসে সংবাদমাধ্যমকে এভাবে প্রকাশ্যে সরকার প্রধান কর্তৃক হুমকি দেওয়ার ঘটনাটি নজিরবিহীন৷
এসোসিয়েশন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের ওই মন্তব্যের তীব্র আপত্তি ও নিন্দা প্রকাশ করছে এবং অবিলম্বে তা প্রত্যাহার করে নেওয়ার দাবি রাখছে৷ একই সাথে রাজ্যের বিরোধী দলনেতা মানিক সরকার সম্প্রতি রাজ্যের একটি দৈনিক পত্রিকার নাম উল্লেখ করে যে আপত্তিকর মন্তব্য করেছেন এসোসিয়েশন তারও নিন্দা প্রকাশ করছে এবং এরজন্য বিরোধী দলনেতার তরফে ওই আপত্তিকর মন্তব্য প্রত্যাহার করে নেওয়ার দাবি রাখছে৷
প্রসঙ্গত এখানে উল্লেখ করা আবশ্যক যে, সংবাদ মাধ্যমের নির্দিষ্ট নীতি মেনে কর্মরত সাংবাদিকদের কাজ করতে হয়৷ কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের এডিটোরিয়াল পলিসি মেনে সংবাদ করতে গিয়ে আক্রমণের শিকার হতে হচ্ছে নিরীহ সাংবাদিকদের৷ এই প্রবণতা বৃদ্ধির ঘটনায় ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস এসোসিয়েশন যারপরনাই উদ্বেগ প্রকাশ করছে৷