রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে ফের নির্বাচিত হলেন জেডিইউ নেতা হরিবংশ নারায়ণ সিং

অনলাইন ডেস্ক, ১৪ সেপ্টেম্বর।। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে ফের দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হলেন জেডিইউ নেতা হরিবংশ নারায়ণ সিং। করোনা সংকটকালের মধ্যে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন।অধিবেশনের শুরুতেই রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদকে বসবে সেই নির্বাচন শুরু।

বিজেপি নেতৃত্বাধীন এনডিএ প্রার্থী হরিবংশ নারায়ণ সিং এর বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন রাষ্ট্রীয় জনতা দলের নেতা মনোজ ঝা। যদিও শেষ রক্ষা হয়নি। অবশেষে ধ্বনি ভোটে জয়যুক্ত হয়ে দ্বিতীয়বারের জন্য রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন হরিবংশ নারায়ণ সিং।

উপরাষ্ট্রপতি তথা চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদের জন্য হরিবংশ নারায়ণ সিং এর নাম ঘোষণা করেন।এদিন শুরুতে ডেপুটি চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য বিজেপি সাংসদ জগত প্রকাশ নাড্ডা হরিবংশ নারায়ণ সিং এর নাম প্রস্তাব করেন। সেই প্রস্তাবকে সমর্থন করেন কেন্দ্রীয় মন্ত্রী থাবর চন্দ গেহলট।

অন্যদিকে, বিরোধীদের তরফ থেকে রাষ্ট্রীয় জনতা দল নেতা মনোজ ঝার নাম প্রস্তাব করেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। সেই প্রস্তাবকে সমর্থন করেন আনন্দ শর্মা।কিন্তু ধনী ভোটে জিতে যান হরিবংশ। তার জয়লাভে আনন্দ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।হরিবংশ নারায়ণ সিং দক্ষতা এবং নিরপেক্ষতার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?