স্টাফ রিপোর্টার, কমলাসাগর, ১৪ সেপ্টেম্বর।। সংবাদ প্রকাশের পর তিন মাসের মৃত্যুশয্যায় শিশুর পাশে দাঁড়ালেন প্রতিষ্ঠিত ব্যবসায়ী থেকে সাধারণ জনগণ। ঘটনা কমলাসাগর বিধানসভার পাথারিয়া দার পঞ্চায়েতের আদর্শ কলোনি এলাকায় । বিশালগড় মহকুমার কমলাসাগর বিধানসভার পাথারিয়া দার পঞ্চায়েতের আদর্শ কলোনি এলাকার মরণ দেবনাথের তিন মাস ১০ দিনের শিশু টাকার অভাবে অপারেশন করতে পারছে না। যদিও পূর্বে তার তিনটি অপারেশন সাফল্য আসে । অনেক কষ্ট করে দিনমজুর বাবা সেই অপারেশন গুলি করেছিলেন বহি রাজ্যে এক বেসরকারি হাসপাতালে ।
কিন্তু চতুর্থবারের অপারেশন না করাতে ছোট শিশুটির খাদ্যনালী দিয়ে খাদ্য প্রবেশ করছে না । যার ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। অবশেষে ছোট শিশু রোহিত দেবনাথ এর বাবা মরণ দেবনাথ এবং তার স্ত্রী গোটা রাজ্যের জনগণের কাছে হাতজোড় করে আবেদন করেন তার ছেলের পাশে দাঁড়ানোর জন্য। এদিকে ডাক্তার বলেছে অতি দ্রুত অপারেশন না করলে মৃত্যু হতে পারে । কিন্তু অসহায় পিতার টাকার অভাবে সেই অপারেশন করা সম্ভব হচ্ছে না । অবশেষে খবরের পর তার পাশে দাঁড়ালেন অনেকেই। যার মধ্যে আগরতলার একটি বনেদি পরিবার পরিচয় গোপন রেখে সংবাদ দেখে তার সাথে গোপনে যোগাযোগ করেন। তার ব্যাংক একাউন্টে আড়াই লক্ষ টাকা দিয়ে দেন বলে জানা যায় । সেই পরিবারের সদস্যরা একজন বেলজিয়াম, একজন আমেরিকা এবং একজন গুজরাট রয়েছে।
তাছাড়া মানবিক সংস্থা থেকে ৪৫০০০ টাকা , পাথারিয়া দার বিএসএফ ক্যাম্প থেকে ১৬০০০টাকা এবং পাথারিয়া দার এলাকার জনগণের পক্ষ থেকে ৯০০০ টাকা, আগরতলার একটি ট্রাভেলস থেকে তার পরিবারের কলকাতা চিকিৎসার জন্য যাওয়ার টিকিট বিনামূল্যে দিয়ে দেয় ।যার ফলে মরণের পরিবার সকলের প্রতি কৃতজ্ঞতা জানান । তার পাশাপাশি সংবাদ মাধ্যম কে তার পাশে থাকার জন্য এই দুঃসময়ে ধন্যবাদ জানান । সোমবার বিকেল বেলা মরণ দেবনাথ তার ছেলেকে নিয়ে বহি রাজ্যে উন্নত চিকিৎসার জন্য চলে যায়।