অনলাইন ডেস্ক, ১৪ সেপ্টেম্বর।।দেশজুড়ে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। প্রত্যেকদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।এমন পরিস্থিতির মধ্যে করোনা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেসের প্রাক্তন জাতীয় সভাপতি রাহুল গান্ধী।ওয়ানডের এই সাংসদের দাবি, এক ব্যক্তির নিজস্ব অহংকারের জেরে দুর্ভোগে রয়েছে দেশবাসী। পরিকল্পনাহীন লকডাউন যদি না করা হতো তবে দেশে এমন পরিস্থিতি তৈরি হতো না।
আত্মনির্ভর ভারত প্রসঙ্গে বলতে গিয়ে রাহুল জানিয়েছেন, আত্মনির্ভর কথাটার অর্থ হল প্রতিটা ব্যক্তি নিজেকে ভাল রাখতে সক্ষম। কারণ প্রধানমন্ত্রী ময়ূরকে দানা খাইলে চলেছেন। সোমবার নিজের টুইট বার্তায় রাহুল গান্ধী লিখেছেন, এক ব্যক্তির নিজস্ব অহংকারের জন্যই পরিকল্পনাহীন লকডাউন দেশজুড়ে জারি করা হয়েছিল। যার জেরে দেশজুড়ে করোনার বাড়বাড়ন্ত বেড়ে গিয়েছে। মোদী সরকার জানিয়ে দিয়েছে মানুষকে নিজেকেই এখন আত্মনির্ভর হতে হবে।
কারণ প্রধানমন্ত্রী ময়ূরের সঙ্গে ব্যস্ত। দেশজুড়ে করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাহুল জানিয়েছেন, যেভাবে চলছে তাতে কোনও পরিবর্তন না এলে আক্রান্তের সংখ্যা ৫০ লাখের গণ্ডি ছাড়িয়ে যাবে। সক্রিয় আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে যাবে ১০ লাখ। উল্লেখ করা যেতে পারে এ দিন থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হয়েছে।
কিন্তু সেই অধিবেশনের রাহুল গান্ধী অনুপস্থিত ছিলেন। বর্তমানে সোনিয়া গান্ধীর চিকিৎসা করাতে বিদেশে গিয়েছেন রাহুল। মনে করা হচ্ছে রাহুল গান্ধী এক সপ্তাহের মধ্যেই দেশে ফিরে সংসদের অধিবেশনে যোগ দেবেন।