স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১৪ সেপ্টেম্বর।। জাতীয় শিক্ষা নীতি-২০২০ নিয়ে সোমবার খোয়াই জেলা ভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া দ্বাদশশ্রেণী বিদ্যালয়ের বিআরসি হলে। প্রদীপ প্রজ্জলনের মধ্যদিয়ে এই সেমিনারের সূচনা করেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, সহসভাধিপতি হরিশঙ্কর পাল সহ অন্যান্যরা। জেলা বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকদের নিয়ে এই দিনের সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে আলোচনা করতে গিয়ে বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় বলেন আগে যে শিক্ষা নীতি ছিল ১৯৯২ সালে তার সংশোধন হয়। পরবর্তী সময় ২০০৯ সালে মুক্ত শিক্ষা নীতি চালু হয়। তারপর দীর্ঘ সময় কেটে গেছে এতে অনেক ত্রুটি, বিচ্যুতি সামনে এসেছে। তাই আগামির কথা চিন্তা করে, প্রয়োজনের কথা অনুভব করে জাতীয় শিক্ষা নীতি ২০২০ তৈরি করা হয়েছে। দেশের শিক্ষা বিদরা অনেক চিন্তা ভাবনা করে এই শিক্ষা নীতি তৈরি করেছেন। গুণগত শিক্ষা প্রদান করা বর্তমানে বড় চ্যালেঞ্জ। সার্বিক চাহিদা বৃদ্ধি পাচ্ছে। মানুষের প্রয়োজন বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন কারনে প্রাচীন শিক্ষা নীতি থেকে বেরিয়ে আসতে হচ্ছে বর্তমানে।