স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৪ সেপ্টেম্বর।। আগামী ১৭ সেপ্টেম্বর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭০ তম জন্ম দিবস।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্ম দিবস টি গোটা দেশেই সেবা দিবস হিসেবে পালন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার আগরতলায় আইজিএম হাসপাতালে বিজেপির উদ্যোগে রোগী চিকিৎসক-নার্স সহ অন্যান্য স্বাস্থ্য কর্মীদের মধ্যে ফল মিষ্টি এবং মাক্স স্যানিটাইজার বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি মানিক সাহা ,যুব মোর্চার প্রাক্তন সভাপতি টিংকু রায়,সদর জেলা বিজেপি সভাপতি অলোক ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সেবা সপ্তাহ উপলক্ষে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করায় বিজেপির রাজ্য সভাপতি ডাক্তার মানিক সাহা যুব মোর্চার এই উদ্যোগের প্রশংসা করেছেন।বিজেপির রাজ্য সভাপতি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্ম দিবস টি গোটা রাজ্যে নানা অনুষ্ঠানের মাধ্যমে পালন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।তবে করোণা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখেই প্রধানমন্ত্রীর জন্ম দিবস পালন করার উদ্যোগ গ্রহণ করেছে দল।রাজ্যের সর্বত্রই প্রধানমন্ত্রীর জন্ম দিবস টি সেবা দিবস হিসেবে পালন করতে বিজেপির রাজ্য সভাপতি দলের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন। এ উপলক্ষে নানা সামাজিক কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।