স্টাফ রিপোর্টার, আগরতলা, ১২ সেপ্টেম্বর।। রাজধানীর আই জি এম চৌমুহনী এলাকায় প্রায়শই নেশা কারবারীদের মধ্যে ঝামেলা লেগেই রয়েছে। ঘটছে রক্তারক্তি। বেশ কয়েক দফায় নেশা কারবারীদের আটক করলেও এই স্থানে গড়ে ওঠা অবৈধ নেশার ঠেক ভাংতে এক প্রকার হিমশিম খাচ্ছে পুলিশ। সকাল থেকে রাত আই জি এম হাসপাতালে প্রবেশের ঠিক বিপরীত দিকে অফিস লেনের রাস্তার পাশে জমছে নেশার বাজার।
সাইকেল, বাইক , রিক্সা সহ নতুন নতুন কৌশলে এই সমস্ত নেশা সামগ্রী বিক্রি হচ্ছে দারুন ভাবে। অথচ দিনের পর দিন চলে আশা এই ঠেক থেকে ঘটছে ঝামেলা। সেই ঝামেলা গড়াচ্ছে রাস্তা পর্যন্ত। হাসপাতালের বাইরে পুলিশ টহল থাকার পরেও কিভাবে এই বানিজ্য চলছে এই নিয়ে উঠছে প্রশ্ন। শনিবার পশ্চিম থানার পুলিশের হাতে ধরা পড়ল এক মহিলা ও পুরুষ।
মহিলার কাছ থেকে উদ্ধার হয় নেশার ট্যাবলেট। তাদের আটক করে নিয়ে যাওয়া হয় পশ্চিম মহিলা থানায়। জানা গেছে পুলিশি অভিযান আঁচ করতে পেরে বাকীরা পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।