স্টাফ রিপোর্টার, ঋষ্যমুখ, ১২ সেপ্টেম্বর।। ভোট আসে ভোট যায় কিন্তু ঋষ্যমুখের নতুন মতাই পিডব্লিওডি অফিস সংলগ্ন এলাকার বাসিন্দাদের সমস্যার আর সমাধান হয়না। দীর্ঘ দিন ধরে জলের সমস্যায় ভুগছে তারা। অথচ তাদের সমস্যার সমাধান করার মতো কেউই নেই। উপরন্তু তারা সমস্যার কথা কাউকে জানাতে গেলে কপালে জুটে হুমকি।
শনিবারও এই ধরনের ঘটনা প্রত্যক্ষ করলো এলাকার বাসিন্দা সহ সংবাদ প্রতিনিধিরা। ঘটনার বিবরণে জানা যায় এইদিন সংবাদ প্রতিনিধিদের কাছে পেয়ে এলাকার মহিলারা তাদের সমস্যার কথা তুলে ধরে। তারা জানায় দীর্ঘ ১৫ থেকে ১৬ বছর ধরে তারা পানীয় জলের সমস্যায় ভুগছে।
ভোট সকলে বিভিন্ন দলের নেতৃত্বরা তাদের গালভরা আশ্বাস দেয়। কিন্তু ভোটের বৈতরণী পাড় হওয়ার পর তাদের আর কেউই খবর নেয় না। এলাকায় একটি সাপ্লাই থাকলেও সেই সাপ্লাইর জল প্রতিদিন সকলের কপালে জুটে না। ঘণ্টার পর ঘন্টা তাদের দারিয়ে থাকতে হয় পানীয় জলের জন্য।
এলাকার মহিলারা সংবাদ প্রতিনিধিদের বিষয়টি জানানোর খবর পেয়ে এলাকার স্বঘোষিত বাহুবলি কতিপয় নেতা সেখানে ছুটে আসে। অভব্য ভাষায় গালি গালাজের পাশাপাশি সংবাদ প্রতিনিধিদের হাত থেকে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন যদিও ঘটনাস্থলে উপস্থিত মহিলারা প্রতিবাদ করে। মহিলারা প্রতিবাদ করায় এক বাহুবলি নেতা সরাসরি বলেন ঘটনাস্থল থেকে চলে যান। জল পাবেন না। এই ঘটনায় চাপা ক্ষোভ বিরাজ করছে এলাকাবসিদের মধ্যে।