সংগঠনের দুই কর্মী আক্রান্ত, বিশালগড় থানায় ডেপুটেশন বিএমএসের

স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১২ সেপ্টেম্বর।। ত্রিপুরা রাজ্যের প্রত্যেক সংগঠনের মধ্যে প্রতিনিয়ত কোথাও-না-কোথাও উচ্চতম কর্তৃপক্ষ এবং নিম্ন স্তরের কর্মীদের মধ্যে বর্তমান সময়ে বাকবিতন্ডা লেগেই রয়েছে।যেটাকে কার্য কর্তারা যতটুক সম্ভব নিজেদের মধ্যে চেপে রাখা চেষ্টা করছে।কিন্তু যতক্ষণ পর্যন্ত নিজেদের মধ্যে ধৈর্য্যের বাঁধ ভেঙে যায়। ঠিক তেমনি তার একটি বহিপ্রকাশ ঘটল গত ২রা সেপ্টেম্বর বিশালগড় মহাকুমা হসপিটাল মূল ফটকের সামনে গাড়ি চালকদের মধ্যে।

দুই পক্ষের মধ্যে প্রায় ঘন্টা খানেক সংঘর্ষের ফলে বিশালগড় ভারতীয় মজদুর সংঘের দুজন কার্যকর্তা তিমির দত্ত, এবং রিপন দাস, গুরুতর ভাবে আহত হন এবং তাদের মাথার মধ্যে ২৪টি সেলাই লাগে এবং বর্তমানে তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। উক্ত ঘটনার বিবরণ জানিয়ে বিশালগড় মজদুর সংঘের বিশালগড় শাখার পক্ষ থেকে বিশালগড় থানা ৯ জনের বিরুদ্ধে ৩ তারিখ মামলা করেছিলেন।

কিন্তু আজ ১২ সেপ্টেম্বর পর্যন্ত কোন অপরাধীকে বিশালগড় থানা গ্রেপ্তার করতে পারেন নি। ভারতীয় মজদুর সংঘের বিশালগড় শাখার পক্ষ থেকে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক এবং সিপাহীজলা জেলা পুলিশ আধিকারিক এর নিকট তারা প্রতিলিপি তুলে দেন। কিন্তু এই অপরাধীদের গ্রেপ্তার করা তো দূরের কথা তাদের কে কেউ কোন প্রকার জিজ্ঞাসাবাদও করেন নি । এই পরিপ্রেক্ষিতে শনিবার বিশালগড় ভারতীয় মজদুর সংঘের ৫০০ কার্যকর্তা একজোট হয়ে বিশালগড় জাতীয় সড়ক দখল করে প্রশাসনকে জানান দিতে চাইছেন যে তারা যে অদৃশ্য শক্তির হয়ে অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছেন সেটা যেন না করেন।

আজ ২কিলোমিটার পায়ে হেঁটে মিছিল সংঘটিত করার পর তারা একত্রিত হয়ে বিশালগড় থানায় যায়। বর্তমান ভারপ্রাপ্ত শ্রীকান্ত চক্রবর্তীর নিকট এবং ট্রাফিক ডিএসপি মানষ দেববর্মা নিকট আলোচনায় বসেন। এবং তাদেরকে জানান দিতে চাইছেন অতিসত্বর যদি বিশালগড় মজদুর সংঘের কার্যকর্তা উপর আক্রমণকারীদের গ্রেপ্তার করতে না পারেন। তাহলে তারা আরও বৃহত্তর আন্দোলনে যাবেন বলেও জানান।

ভারতীয় মজদুর সংঘ সিপাহীজলা জেলার সভাপতি পার্থপ্রতিম কর, এবং ভারতীয় মজদুর সংঘ বিশালগড় শাখার সেক্রেটারি সজল দেবনাথ। কিন্তু ঘটনা হচ্ছে যে অদৃশ্য শক্তির কথা উনারা বলছেন তা নিজেদের সংগঠনের মধ্যে থাকা উর্দ্ধতন কর্তৃপক্ষকে এক প্রকার দায়ী করছেন নিম্নস্তরের থাকা এই কার্য কর্তারা। কারণ দলের মধ্যে থেকেই দলের কিছু সংখ্যক লোককে অন্য পথে চলার প্রবনতা দিচ্ছেন ।এই সংঘে থাকা ব্যক্তিবর্গরা।তাই এই সিপাহীজলা জেলার ভারতীয় মজদুর সংঘে মধ্যে থাকা কর্তৃপক্ষরা আজ একযোগে বিশালগড় থানা দ্বারস্থ হয়েছেন ।

কিন্তু আজকে দীর্ঘপথ মিছিল করে বিশালগড় থানায় যারা দ্বারস্থ হয়েছেন কিছুদিন পূর্বে এই কার্যকরতারাই হাতেই বিশালগড় থানা আক্রান্ত হয়েছে বলে মনে করছেন বুদ্ধিজীবি মহল।বিশালগড় মজদুর সংঘের কার্যকর্তা দের প্রতি বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছেন বিশালগড় প্রশাসনের দায়িত্বে থাকা বড়বাবুরা এমনটাই মনে করছেন বিশালগড় সঙ্গে কর্মরত থাকা কিছু কার্য কর্তারা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?