গত তিন বছরে এই নিয়ে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্র ওপেন খেতাব জিতলেন নাওমি ওসাকা

অনলাইন ডেস্ক, ১৩ সেপ্টেম্বর।। পরিসংখ্যান বলছে, গত তিন বছরে এই নিয়ে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্র ওপেন খেতাব জিতলেন তিনি। তবে তা নিয়ে মাথা ঘামাচ্ছেন না নাওমি ওসাকা। তিনি জানাচ্ছেন, সামাজিক বৈষম্যের বিরুদ্ধে তিনি যে লড়াই শুরু করেছেন, এই সাফল্য তারই প্রতীক। এভাবেই তিনি কোর্টে এবং কোর্টের বাইরে তাঁর প্রতিবাদের ভাষাকে ছড়িয়ে দেবেন সর্বত্র।ভারতীয় সময় শনিবার মধ্যরাতে ভিক্টোরিয়া আজারেঙ্কাকে হারিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলেন ওসাকা।

তাঁর পক্ষে ম্যাচের ফল ১-৬, ৬-৩, ৬-৩। যিনি ম্যাচের পরে বলেছেন, “প্রথম সেটে হারের পরে মনে হয়েছিল, ব্যাপারটা খুবই খারাপ হতে চলেছে। এই জায়গা থেকেই ঘুরে দাঁড়াতে হবে। না হলে আমি লক্ষ্যচ্যূত হতে পারি। কিন্তু বাকি দুই সেটে আর সেই ভাবনা মনের উপরে চাপ ফেলতে পারেনি। তবে এই ট্রফিকে নিয়ে হোটেলে ফেরাটাই সবচেয়ে আনন্দের।”ফ্লাশিং মেডোজে ওসাকা হাজির হয়েছিলেন প্রতিবাদের মুখ হিসেবে।

মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে কৃষ্ণাঙ্গদের উপরে শ্বেতাঙ্গদের বর্বরোচিত অত্যাচারের বিরোধিতা করে ওসাকা প্রত্যেকবার মাস্কের উপরে সেই সমস্ত অত্যাচারিত মানুষদের নাম লিখে এনেছেন। যা নিয়ে তিনি বলেছেন, “আমি তো চেয়েছিলাম মানুষ এই বিষয়টা নিয়ে নতুন করে কথা বলুক। প্রতিবাদ তৈরি হোক। আমি তো কয়েকজনের নাম লিখেছি।

এমন অনেক, অনেক মানুষ রয়েছেন যাঁরা প্রতিনিয়ত অত্যাচারিত হচ্ছেন। তাঁদের কথাও সামনে নিয়ে আসতে হবে।”ওসাকার জয়কে প্রতিবাদের প্রতীক হিসেবে চিহ্নিত করেছেন কিংবদন্তি টেনিস তারকা মার্টিনা নাভ্রাতিলোভা। তিনি টুইট করেছেন, “সামাজিক অধিকার এবং খেলা যে কীভাবে একে অপরের মিশে গিয়ে প্রতিবাদের ঢেউ তুলতে পারে, এই জয় যেন তারই প্রতীক। ওসাকাকে তার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি।”

এনবিএ তারকা লেব্রন জেমস টুইট করেছেন, “দুর্দান্ত প্রত্যাবর্তন। চ্যাম্পিয়নকে অনেক অভিনন্দন।” বিলি জিন কিং টুইট করেছেন, “দুই লড়াকু কন্যাকে অভিনন্দন। ভিকাকেও দারুণ কৃতিত্ব দেব। এতদিন পরে ফিরে এসে অসাধারণ টেনিস খেলল। আমাদের মেয়েদের টেনিসের মান ক্রমশ বাড়ছে। সেটা সবচেয়ে বেশি আনন্দের।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?