অনলাইন ডেস্ক, ১৩ সেপ্টেম্বর।।প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সমাজবাদী নেতা রঘুবংশ প্রসাদ সিং। রবিবার সকাল ১১ টা ৪০ মিনিট নাগাদ দিল্লির এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪। করোনা থেকে সুস্থ হয়ে ওটার পরও শারীরিক অসুস্থতা অনুভব করায় বিগত দুই সপ্তাহ ধরে দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বিহার রাজনীতির এই দাপুটে নেতা।
রবিবার চিকিৎসারত অবস্থায় দেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এর আগে বিহারের পাটনার এইমসে তাঁর করোনা চিকিৎসা হয়েছিল। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে দেশের রাজনৈতিক মহলে। শোক প্রকাশ করে টুইট করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ বিশিষ্ট নেতৃবৃন্দ। টুইট করে স্মৃতিচারণা করেছেন সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি, আরজেডি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলে ন্যাশনাল রুলার এম্প্লয়মেন্ট গ্যারান্টি স্কিম সফলভাবে কার্যকর করেছিলেন।
টুইট করে শোকবার্তায় সীতারাম ইয়েচুরি লিখেছেন, ‘রঘুবংশ বাবুর প্রয়াণের খবর শুনে আমি স্তব্ধ।খুবই দুঃখজনক খবর।বহু দশক ধরে বহু সংগ্রাম একসাথে করেছি।তাঁর অনুপস্থিতি অনুভূত হবে. তাঁর কাজ এবং আদর্শ আমাদের অনুপ্রাণিত করে যাবে।’ শোকস্তব্ধ আ জে ডি নেতা লালুপ্রসাদ যাদব টুইট বার্তায় লিখেছেন, ‘রঘুবংশ বাবু আপনি এ কি করে ফেললেন। পরশু দিন কথা হলো আমি আপনাকে বললাম যে আপনি কোথাও যাবেন না।
কিন্তু আপনি এত দূরে চলে গেলেন।নিঃশব্দ এবং দুঃখী। মনে পড়বে। ‘বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব নিজের টুইট বার্তায় লিখেছেন,’ আ জে ডির মজবুত স্তম্ভ।প্রখর সমাজবাদী, জনক্রান্তি পূজনীয় আমাদের অভিভাবক রঘুবংশ বাবুর প্রয়াণে শোকাহত। রঘুবংশ বাবুর প্রয়াণের খবর শুনে আমি স্তব্ধ।’