স্টাফ রিপোর্টার, আগরতলা, ১২ সেপ্টেম্বর।। যেকোন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে মালার যোগান দিতে রাজ্যের একটা অংশের শিল্পীরা এই পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। বিভিন্ন আকার ও নানান ধরনের মালা প্রয়োজন মত বাজার জাত করছেন তারা। কিন্তু মালা তৈরির এই শিল্পে কিছুটা ভাটার টান। সরাসরি প্রভাব পড়েছে তাদের ব্যবসায়।
এক দিকে মালা তৈরির সামগ্রী জোগাড় করা যেমন দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে করোনার জেরে বিধি নিষেধ থাকায় সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন কমেছে। সেই জায়গায় মালা তৈরি করে রাখলেও বাজারে ক্রেতা নেই। পুজো, বিয়ে সহ অন্যান্য সামজিক অনুষ্ঠানে হাতে তৈরি এই মালার চাহিদা ছিল। আর এই মালা বিক্রি করে সংসার চালাতেন তারা।
কিন্তু এই বছর অবস্থা শোচনীয়। কেবল মালা নয় , অন্যান্য সামগ্রীও তৈরি করেন মহিলারা। সব সামগ্রীর বিক্রি কমায় তাদের মাথায় হাত। সামনেই আসছে বিশ্বকর্মা পূজা। কিন্তু বিক্রি কেমন হবে তা নিয়ে সন্দিহান তারা।