অনলাইন ডেস্ক, ১৩ সেপ্টেম্বর।। শনিবার মাঝরাতে দুবাইয়ে পৌঁছে গেলেন কলকাতা নাইট রাইডার্সের দুই তারকা আন্দ্রে রাসেল এবং সুনীল নারাইন। বিমানবন্দরে দুই ক্যারিবিয়ান তারকার আগমনের ছবি পোস্ট করে কেকেআর টুইট করেছে, “আমাদের দুই নায়ক চলে এসেছে।” একই দিনে দলের সঙ্গে যোগ দিয়েছেন দলের হেড কোচ ব্রেন্ডন ম্যাকালামও।আমিরশাহির নিয়ম অনুযায়ী এই দুই ক্রিকেটারকে আপাতত ছয়দিন থাকতে হবে কোয়রেন্টাইনে।
তার পরে হবে করোনা পরীক্ষা। সেই রিপোর্চট নেগেটিভ এলেই তাঁরা বিশেষ জৈব সুরক্ষিত পরিবেশে অনুশীলনে নামবেন বাকিদের সঙ্গে। তবে রাসেল বা নারাইনকে নিয়ে বিশেষ চিন্তা নেই কেকেআর শিবিরে। সদ্য ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ত্রিনব্যাগো নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেছেন তাঁরা। রয়েছেন পুরোদস্তুর ক্রিকেটের মধ্যে। ফলে কয়েক দিন পরেও তাঁরা প্রস্তুতি শুরু করলে তেমন কোনও সমস্যা হওয়ার কথা নয়। তবে অনেকেই মনে করছেন, আমিরশাহির প্রচণ্ড গরমের সঙ্গে তাঁরা কতটা দ্রুত মানিয়ে নিতে পারবেন, সেটাই দেখার।
যদিও দলের মেন্টর ডেভিড হাসি তা আদৌ মনে করেন না। তিনি বলেছেন, “এই আবহাওয়ায় ক্যারিবিয়ান ক্রিকেটাররা খেলতে অভ্যস্থ। ফলে সেটা কোনও বাধা হয়ে দাঁড়াবে না। বরং ওদের প্রথম ম্যাচ থেকে পাওয়া যাবে, সেটাই আমাদের কাছে সেরা পাওয়া।” প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার জানিয়েছেন, আমিরশাহির উইকেটে এবার বড় ভূমিকা নেবেন স্পিনাররা এবং কেকেআর দলের সেরা অস্ত্র হয়ে উঠবেন কুলদীপ যাদব এবং সুনীল নারাইন।
তিনি বলেছেন, “কুলদীপ এবার দারুণ ছন্দে রয়েছে আর ম্যাচে যে কোনও বিপজ্জনক ব্যাটসম্যানকে ফেরাতে হলে নারাইন সেরা অস্ত্র। ওরা এবার দারুণ বড় দায়িত্ব পালন করবে বলে আমি মনে করি।”ঠিক যেমন তিন নম্বরে রাসেলকে তুলে আনার বিষয়ে সম্মতি দিয়েছেন হাসি। তিনি বলেছেন, “রাসেল যদি তিন নম্বরে বিরাট রান করতে পারে, তাতে তো আমাদেরই লাভ। ফলে ওকে উপরের দিকে আনা যেতেই পারে।
মনে রাখতে হবে, মাঝের দিকে এই দলে অইন মর্গ্যানের মতো ক্রিকেটার রয়েছে যে গত কয়েক বছর ধরে মাঝের সারিতে ব্যাটিং করেই ইংল্যান্ডকে সাফল্য এনে দিয়েছে এবং তুলে দিয়েছে বিশ্বকাপ। মাঝের দিকে মর্গ্যান এবং কার্তিক রান এগিয়ে নিয়ে যেতে বড় দায়িত্ব নেবে বলেই আমার বিশ্বাস।”