স্টাফ রিপোর্টার, বিশালগড়/ কৈলাশহর, ১৩ সেপ্টেম্বর।।বিশালগড় নেহাল চন্দ্রনগর গাও সভায় ৪নং ওয়ার্ডের একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয়েছে। চোরের দল নেহাল চন্দননগরের ৪ নং ওয়ার্ডের সুভাষ করে বাড়িতে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে। ঘর থেকে নগদ টাকা সোনা গয়না সহ লক্ষাধিক টাকার সামগ্রী হাতিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে বিশালগড় থানায় বাড়ির মালিক সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।তবে এখনো পর্যন্ত চুরি যাওয়া সামগ্রী উদ্ধার নির্বাচকদের পাকড়াও করতে পারেনি পুলিশ। চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে।এলাকায় রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা করতে পুলিশের কাছে দাবি জানিয়েছেন এলাকার জনগণ। উল্লেখ্য লকডাউন ঘোষণার পর থেকেই ওইসব এলাকায় চুরির ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। চোরেরা রাতের ঘুম কেড়ে নিচ্ছে সাধারণ মানুষজনের। অনেকেই রাত জেগে পাহারা দিয়ে চোরের হাত থেকে নিজেদের সম্পদ রক্ষা করতে বাধ্য হচ্ছেন।
এদিকে,ঊনকোটি জেলার কৈলাশহর শহরের লোকনাথ মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরের দল লোকনাথ মন্দিরের প্রণামী বাষ্প থেকে টাকা পয়সার সহ অন্যান্য জিনিসপত্র হাতিয়ে নিয়ে গেছে বলে জানা গেছে। এ ব্যাপারে থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা। পুলিশ সন্দেহভাজন এক যুবককে আটক করেছে। তার নাম শান্তনু পাল। তবে সে লোকনাথ মন্দিরে চুরির ঘটনা অস্বীকার করেছে। মিথ্যা অপবাদ দিয়ে তাকে আটক করা হয়েছে বলে দাবি করেছে ওই যুবক।
চুরি করা কোনো সামগ্রী তার কাছ থেকে উদ্ধার করতে পারেনি পুলিশ।স্বাভাবিক কারণেই এই ঘটনায় সে আদৌ জড়িত কি না তা নিয়ে নানা মহলে প্রশ্ন দেখা দিয়েছে। পুলিশ আটক যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।এদিকে লোকনাথ মন্দিরে চুরির ঘটনার সংবাদে এলাকার ভক্ত প্রাণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।