অনলাইন ডেস্ক, ১২ সেপ্টেম্বর।। প্রথম থেকেই সুশান্ত কাণ্ডের মুল অভিযুক্ত রিয়া চক্রবর্তীর পক্ষে সওয়াল করে আসছিলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। এবার প্রদেশ কংগ্রেস সভাপতি হয়েই সেই বিতর্ককে টেনে আনলেন পশ্চিমবঙ্গের মাটিতে। ‘বাংলার মেয়ে’ রিয়াকে ‘জাস্টিস’ দিতে কর্মীদের রাস্তায় নামার নির্দেশ দিলেন অধীর রঞ্জন চৌধুরী। সেই মত শনিবার বিধানভবন থেকে মিছিল শুরু হয়।
মিছিলের নেতৃত্ব দেন বিধানসভার মুখ্য সচেতক ও প্রদেশের সাধারণ সম্পাদক শ্রী মনোজ চক্রবর্তী।এদিন কংগ্রেসের এই মিছিল শুরু হয় বিধান ভবন থেকে। মিছিলে যোগ দেয় রাজ্য ও পারিপার্শ্বিক জেলা নেতৃত্ব। বিধান ভবন থেকে ওয়াশিংটনে মিছিল পৌঁছতেই আটকে দেয় পুলিশ। এরপর সেখানেই অবস্থান বিক্ষোভ করেন কংগ্রেস কর্মীরা। এদিন মনোজ চক্রবর্তীর সঙ্গেই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন অসিত মিত্র, রিজু ঘোষাল, সুমন পাল, মহেশ শর্মা, প্রীতম ঘোষ, প্রদীপ প্রসাদ, সৌরভ প্রসাদ সহ সমস্ত জেলা নেতৃত্ব।
মিছিল থেকে অভিযোগ ওঠে, “বাংলার মেয়ে রিয়া চক্রবর্তীকে অন্যায় ভাবে ফাঁসানো হচ্ছে। এমনকি এই ঘটনায় রিয়াকে রাজনৈতিক শিকারে পরিণত করা হয়েছে”। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে এই মিছিলের যথেষ্ঠ গুরুত্ব রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।প্রসঙ্গত কিছু দিন আগেই বিহারে ‘না ভুলে হ্যায়, না ভুলনে দেঙ্গে। সুবিচার দেকে রহেঙ্গে।’ এই স্লোগান তুলে পোস্টার ছাড়ে গেরুয়া শিবির।
তারপরেই বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠতে থাকে, বিহার ভোটের জন্য নায়কের মৃত্যু নিয়ে ফায়েদা তুলতে চাইছে বিজেপি। যদিও বিহার বিজেপির অবশ্য দাবি, জুন মাস থেকেই ‘জাস্টিস ফর সুশান্ত’ ক্যাম্পেন চলছে। যদিও তা মানতে নারাজ কংগ্রেস। এদিন সেই ক্ষোভই প্রকাশ পায় কলকাতার রাস্তায়।