অনলাইন ডেস্ক, ১৩ সেপ্টেম্বর।। তাঁর মুম্বইয়ে আসা এবং অফিস ভাঙা নিয়ে মহারাষ্ট্রের শিবসেনা সরকারের সঙ্গে বিরোধের মাঝেই মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির সঙ্গে দেখা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। রবিবার দুপুরের পর রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন অভিনেত্রী। এদিন কঙ্গনার সঙ্গে রাজ্যপালের কাছে যান তাঁর বোন রঙ্গলীও।
উল্লেখ্য, অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় প্রথম থেকেই মুম্বই পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তুলছিলেন কঙ্গনা। সেখান থেকেই বিবাদের সূত্রপাত। মহারাষ্ট্রের শিবসেনা সরকার ও বলিউডের একাংশকে এই ঘটনায় একহাত নেন তিনি। পাল্টা জবাব দেয় শিবসেনাও। এই বিরোধের মাঝেই মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সাথে তুলনা করে বসেন কঙ্গনা।
এতে নয়া মাত্রা পায় গোটা কলহ পর্ব। শিবসেনা ঘোষণা করে মুম্বইয়ে ঢুকতে দেওয়া হবে না কঙ্গনাকে। মহারাষ্ট্র সরকার জানায় অভিনেত্রীর মাদক যোগের তদন্ত করবে মুম্বই পুলিশ। পাল্টা কঙ্গনা বলেন তিনি মুম্বইয়ে আসবেন, কেউ পারলে তাঁকে আটকে দেখাক।এরপর গত ৯ সেপ্টেম্বর কেন্দ্রের দেওয়া ওয়াই প্লাস সিকিউরিটি নিয়ে মুম্বইয়ে আসেন এই অভিনেত্রী। ওই দিনই বিএমসি মুম্বইয়ে কঙ্গনার অফিস ভেঙে দেয়।
এতে আরও চটে গিয়ে শিবসেনা প্রধান তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে নজির বিহীনভাবে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় কটাক্ষ করেন কঙ্গনা। এর পাল্টা হিসেবে, তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে শিবসেনা। এরই মাঝে এদিন রাজ্যপালের সঙ্গে দেখা করলেন এই অভিনেত্রী।