স্টাফ রিপোর্টার, আগরতলা, ১২ সেপ্টেম্বর।। অভিনব কায়দায় ছিনতাই । বাড়িতে ঢুকে গৃহবধূর গলা থেকে স্বর্ণের হার ছিনতাই করে পালানোর ঘটনায় বাড়ির মালিকের চেষ্টায় আটক দুই ছিনতাই বাজ। ঘটনা অভয়নগর মহিলা আশ্রম সংলগ্ন এলাকায়। শুক্রবার এই ছিনতাইয়ের ঘটনা ঘটে লব সাহার বাড়িতে। পড়ে বাড়ি ফিরে বিষয়টি জানতে পেরে লব সাহা ছিনতাই বাজের সন্ধান চালায়। শনিবার তাদের অভয়নগর কাটা খালের পাশে দেখতে পায়। কাজের প্রলোভন দেওয়া হয়।
নিয়ে আসা হয় বাড়িতে। এরপর বাড়ির সকলে ঘিরে ধরে দুই ছিনতাই বাজকে। খবর দেওয়া হয় অভয়নগর ফাঁড়িতে। পুলিশ গিয়ে দুই ছিনতাই বাজকে আটক করে নিয়ে আসে। ধৃতরা ঘটনা অস্বীকার করে। কিন্তু বাড়ির মালিক জানান গত দুই মাস আগে এই দুই ছিনতাইবাজ সহ আরো বেশ কয়েকজন নির্মাণ সামগ্রী ভাঙ্গার কাজ করে। সেই থেকে তারা বাড়ির দিকে নজর দেয়।
শুক্রবার তাদের বাড়িতে লাকড়ি কুড়োবার নাম করে প্রবেশ করে নানান কথার অছিলায় গৃহবধূর গলার স্বর্ণের হার ছিনতাই করে পালায়। অবশেষে তাদের আটক করে বাড়ির মালিক তুলে দেওয়া হয় পুলিশের হাতে। ধৃতদের সঙ্গে আরো দুজন ছিল বলে জানা গেছে। দুজনের বাড়ি অভয়নগর এলাকায়। একজনের বাড়ি হরিদাস পারা, অন্য জন অভয় নগরের বাসিন্দা বলে জানায়।