অনলাইন ডেস্ক, ১২ সেপ্টেম্বর।।অক্সফোর্ড ইউনিভার্সিটির তৈরি করোনার ভ্যাকসিন নিয়ে যখন সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে সেই সময় ভারত বায়োটেক জানাল, এই টিকা প্রাণীদের শরীরে দারুণ ভাল কাজ করছে। দেশের প্রথম সারির ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থা হায়দরাবাদের ভারত বায়োটেক। বর্তমানে এই সংস্থা কোভ্যাকসিনের দ্বিতীয় পর্বের পরীক্ষা চালাচ্ছে। মানুষের উপর প্রয়োগ করার পাশাপাশি প্রাণীদের শরীরেও এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে।
বৃহস্পতিবার ভারত বায়োটেক টুইট করে জানিয়েছে, কোভ্যাকসিন টিকা প্রাণীদের শরীরের প্রয়োগ করা হয়েছিল। দেখা গিয়েছে এই টিকা প্রাণীদের শরীরে যথেষ্ট ইতিবাচক কাজ করছে। তৈরি হচ্ছে অ্যান্টিবডি। পশুদের উপর টিকা প্রয়োগের এই সাফল্য কোভ্যাকসিনের সুরক্ষা ও কার্যকারিতায় এক নতুন মাত্রা আনবে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথমে বাঁদরের শরীরে করোনা ভাইরাস ঢুকিয়ে তাদের সংক্রামিত করা হয়েছিল।
তারপর তাদের টিকার নির্দিষ্ট ডোজ দেওয়া হয়। টিকা প্রয়োগ করার নির্দিষ্ট কয়েকদিন পর তাদের নাক, মুখ, লিভার ও গলা থেকে নমুনা নেওয়া হয়। ওই নমুনা পরীক্ষা করে ভাইরাসের কোনও চিহ্নই মেলেনি। এ থেকেই প্রমাণ হচ্ছে যে, টিকা বাঁদরের শরীরে ঢোকার পর রোগপ্রতিরোধী শক্তি তৈরি করেছে।সবচেয়ে আশার কথা, টিকার ডোজের কারণে বাঁদরদের শরীরে কোনও রকম পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় নি। শ্বাসযন্ত্রের কোন সমস্যা তৈরি হয়নি।
উল্লেখ্য, বর্তমানে দেশের ১২ টি হাসপাতলে কোভ্যাকসিনের পরীক্ষা চলছে। এই পরীক্ষার সাফল্যের উপরেই টিকার তৃতীয় পর্যায়ের পরীক্ষার ভবিষ্যৎ নির্ভর করছে। গোটা বিশ্বের মানুষ এই ভ্যাকসিনের দিকে যে উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে রয়েছে তার অবসান হতে পারে তৃতীয় দফার পরীক্ষার পর।