স্টাফ রিপোর্টার, আগরতলা, ১২ সেপ্টেম্বর।। সোশ্যাল মিডিয়ায় পরিচয় সূত্রে বিয়ে করে চরম অশান্তির শিকার হচ্ছে এক গৃহবধূ। এ ব্যাপারে অভিযুক্ত স্বামী তনময় মজুমদারের বিরুদ্ধে আগরতলা পশ্চিম মহিলা থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। নির্যাতিতা গৃহবধূ জানিয়েছে তার বাপের বাড়ি কলকাতায়। সামাজিক মাধ্যমে পরিচয় সূত্রে তার সঙ্গে বিয়ে হয়।
বিয়ের পর কিছুদিন সুখ-শান্তিতে কার ছিল। কিন্তু সেই সুখ শান্তি স্থায়ী হয়নি। ভালোবেসে বিয়ে করে চরম অশান্তি সৃষ্টি হয়েছে। গৃহবধূকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন রা ঠিকমতো খাওয়া-দাওয়া পর্যন্ত দিচ্ছে না। স্বামী তনময় মজুমদার আকন্ঠ মদ্যপান করে বাড়িতে ফিরে স্ত্রীর উপর নির্যাতন চালায় বলে অভিযোগ।নির্যাতন সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত গৃহবধু তার স্বামী তনময় মজুমদারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করতে বাধ্য হয়।
পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত অভিযুক্ত স্বামী তন্ময় মজুমদারকে গ্রেপ্তারের সংবাদ নেই। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।