অনলাইন ডেস্ক, ১১ সেপ্টেম্বর।। রিয়া চক্রবর্তীর জামিনের আবেদন খারিজ করল সেশন কোর্ট। খারিজ করে দেওয়া হল ভাই সৌভিকের আবেদনও। শুক্রবার বাকি ধৃত ৬ অভিযুক্তর জামিনের আবেদন নাকচ করে দেয় আদালত।
প্রসঙ্গত, এনসিবি-র বিরুদ্ধে জোর করে স্বীকারোক্তি নেওয়ার অভিযোগ করেন রিয়ার আইনজীবী। বৃহস্পতিবার এডিপিএস আদালতে রিয়া সহ বাকি ছয়জনের জামিনের আর্জির শুনানি হয়েছিল। কিন্তু রায়দান স্থগিত রেখেছিল আদালত। এদিন দুপুর বারোটার সময় সেশন কোর্ট জানিয়ে দিল রিয়া চক্রবর্তী, সৌভিক চক্রবর্তী, আবদুল বাসিত, জায়েদ ভিলাট্রা, দীপেশ সাওয়ান্ত ও স্যামুয়েল মিরান্ডার জামিনের আর্জি খারিজ।
কী কারণে খারিজ হয়েছে এই আবেদন সেই নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি আদালত। এই রায়ের জেরে আপতত ১৪ দিন বাইকুল্লা জেলেই থাকতে হচ্ছে রিয়াকে।এনডিপিএস আইনের আওতায় ৮ (সি), ২০ (বি), ২৭ (এ), ২৮, এবং ২৯ নম্বর ধারায় গ্রেফতার করা হয়েছে রিয়া চক্রবর্তীকে। ২৭ (এ) ধারা অর্থাৎ অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে রিয়ার বিরুদ্ধে, যা প্রমাণ হলে কমপক্ষে ১০ বছরের সাজা হবে রিয়ার।
এই ধারার কারণেই রিয়ার জামিন না-মঞ্জুর করেছেন ম্যাজিস্ট্রেট। কারণ ম্যাজিস্ট্রেটের জুরিসডিকশন নেই ২৭ (এ) ধারার জন্য জামিন মঞ্জুর করার। এনসিবির তরফে নিযুক্ত এই মামলার সরকারি আইনজীবী অতুল সারপান্ডে জানান, ১০ বছর বা তার বেশি সাজা হয় এমন কোনও ধারার জন্য ম্যাজিস্ট্রেট কোর্টের জামিন দেওয়ার আইনগত অধিকার নেই।