স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১২ সেপ্টেম্বর।। সরকারি নির্দেশ অমান্য করে রাজ্যের বিভিন্ন স্থানে বেআইনিভাবে গাঁজার চাষ অব্যাহত রয়েছে। রাজ্য সরকার রাজ্যকে নেশামুক্ত রাজ্য হিসেবে ঘোষণা করার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে গাজা চাষিরা ব্যাপকহারে গাঁজা চাষ করে চলেছে।
সিপাহীজলা জেলার বিশালগড় মহাকুমার মধুপুর থানা এলাকার বিভিন্ন এলাকায় গাঁজা চাষের প্রবণতা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে।মধুপুর থানার ওসি তাপস দাস এর নেতৃত্বে পুলিশ গাজা বিরোধী অভিযান চালিয়ে ব্যাপক সাফল্য পেতে শুরু করেছে। গতকাল মধুপুর থানার ওসি তাপস দাস এর নেতৃত্বে পুলিশ এবং আনসার বাহিনী গাজা বিরোধী অভিযান চালিয়ে কোনাবন গ্রাম পঞ্চায়েত এবং হরিহর দোলা এলাকায় প্রচুর গাজার নার্সারি ধ্বংস করে দিয়েছেন। প্রায় ৪ লক্ষ৫০হাজার হাজার নার্সারি ধ্বংস করা হয়েছে।
মধুপুর থানার ওসি জানিয়েছেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গাজার নার্সারি ধ্বংস করা হলেও গাজা চাষীদের আটক করা সম্ভব হয়নি।বাবা সূত্রে জানা গেছে গাঁজা চাষ অধিক লাভজনক ব্যবসা হওয়ায় অনেকেই গাঁজা চাষে আকৃষ্ট হচ্ছে। উল্লেখ্য রাজ্যে উৎপাদিত গাজা প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ সহ দেশের বিভিন্ন রাজ্যে প্রতিবছর পাচার হচ্ছে।রাজ্যে উৎপাদিত এসব কাজা পাচারকালে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর জওয়ানরা প্রতিদিনের আটক করে চলেছে। গাঁজা চাষ লাভজনক হওয়ায় ধরপাকড় উপেক্ষা করে গাঁজা চাষের প্রবণতা অব্যাহত রয়েছে।