অনলাইন ডেস্ক, ১২ সেপ্টেম্বর।।অনেকটাই সস্তা হল পেট্রোল-ডিজেল। সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে শনিবার রাজধানী দিল্লি-সহ সমস্ত মেট্রো সিটিতে সস্তা হয়েছে পেট্রোল-ডিজেলের দর। মধ্যরাত থেকে নয়াদিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাই, যথাক্রমে এই চারটি মেট্রো শহরে সস্তা হয়েছে পেট্রোল ও ডিজেল।
নয়াদিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ে পেট্রোলের দাম কমেছে যথাক্রমে, ০.১৩ পয়সা (নয়াদিল্লি), ০.১৩ পয়সা (কলকাতা), ০.১৩ পয়সা (মুম্বই) এবং চেন্নাইয়ে পেট্রোলের দাম কমেছে ০.১১ পয়সা| পাশাপাশি উপরোক্ত চারটি মেট্রো সিটিতেই ডিজেলের দাম কমেছে ০.১২ পয়সা করে।শনিবার নয়াদিল্লি-সহ চারটি মেট্রো সিটিতে পেট্রোলের দাম কমে হয়েছে, ৮১.৮৬ টাকা প্রতি লিটার দিল্লিতে, ০.১৩ পয়সা কমার পর কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম হল ৮৩.৩৬, মুম্বইয়ে পেট্রোলের দাম কমে হয়েছে ৮৮.৫১ টাকা এবং চেন্নাইয়ে পেট্রোলের নতুন দাম হল, ৮৪.৮৫|
পাশাপাশি চারটি মেট্রো শহরে লিটার প্রতি ডিজেলের দাম কমে হয়েছে, ৭২.৯৩ (নয়াদিল্লি), ৭৬.৪৩ (কলকাতা), ৭৯.৪৩ (মুম্বই) এবং চেন্নাইয়ে লিটার প্রতি ডিজেলের দাম কমে হয়েছে ৭৮.২৬ টাকা|