স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর।। করোনা ভাইরাস অতিমারী চিকিৎসা-শাস্ত্রকে পেছনে ফেলে এবার বুজরুকি গুরু। তন্ত্র বিদ্যা, মালা জপ সবকিছুই অন্ধবিশ্বাসের ছায়ার করাল গ্রাস এবার সমাজ ব্যবস্থাকে ঘিরে ধরার আশঙ্কা। ঈশ্বরময়ী মায়ের আদেশ ১০৮ মালা জপ করতে হবে সবাইকে।
এমনটাই বলেন এক ভন্ডময়ী সন্ন্যাসিনী, এবার উনার আখড়া বড়মুড়া পাহাড়ের ইকো পার্ক সংলগ্ন ঘন জঙ্গলে বটবৃক্ষের পাদদেশে। ওই সন্ন্যাসিনী জানান,তিনি তেলিয়ামুড়ার গামাইবাড়ি থেকে পায়ে হেঁটে বড়মুড়া পাহাড়ের সেই বটবৃক্ষের নিচে আসেন। সেখানে তিনি সময়ে সময়ে ঈশ্বরের ধ্যান করেন এবং ভোরবেলায় নাম কীর্তন করেন।
তিনি এও জানালেন ঈশ্বর ময়ী গৌরী মায়ের আদেশ ১০৮ মালা মহামন্ত্র জপ করার জন্য। কারণ আগামী আশ্বিন মাস উৎসব প্রিয় মাস। তাই গৌরী মা জগতের মুনুষ্যকে রক্ষা করার জন্যই এই মহামন্ত্র জপ করতে হবে। তবে করুণা অতি মারীর কালে বুর্জুগির ব্যবসা কিনা, এ নিয়ে সন্দেহের দানা তৈরি হয়েছে ক্রমশ।
যদিও এ রাজ্যের মানুষজন ধর্মকে বিশ্বাস করে,কিন্তু করুণা অতি মারীর কালে রাজ্যের চিকিৎসার কাজে নিয়োজিত কর্মীরা চিকিৎসা পরিষেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে, আর এই পরিস্থিতিতে তন্ত্রবিদ্যার মালা জপ কতটা কাজে আসবে সেটা নিয়ে কিন্তু সন্দিহান রয়েই যাচ্ছে।