অনলাইন ডেস্ক, ১২ সেপ্টেম্বর।।বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার তদন্ত করতে গিয়ে ইতিমধ্যেই মাদকের চক্রের জড়িত থাকার হদিশ মিলেছে। ওই তদন্তে দেখা গিয়েছে, সুশান্ত সিং নিয়মিত মাদক নিতেন। তাঁকে মাদক জোগাড় করে দিতেন তাঁর বান্ধবী রিয়া। ইতিমধ্যেই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো রিয়াকে গ্রেপ্তার করেছে।
রিয়াকে জেরা করেই উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। অভিনেতা সারা আলি খান, রাকুলপ্রীত সিং এবং ডিজাইনার সিমনে খাম্বাত্তার সঙ্গেও মাদক চক্রের যোগসাজশ থাকার অভিযোগ উঠেছে।ঘটনার জেরে এই দুই অভিনেতা ও এক ডিজাইনার নারকটিক্স কন্ট্রোল ব্যুরোর নজরদারিতে রয়েছেন। সূত্রের খবর, শুধু এই তিনজন নয় বলিউডের আরও একাধিক অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে আরও অনেকেই মাদকের নেশা ও মাদক সংক্রান্ত বিষয়ে জড়িত।
তাই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো অনেকের উপরেই নজর রাখছে। এনসিবি-র তদন্তকারী অফিসাররা অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করছে। এই জিজ্ঞাসাবাদেই রিয়া ওই দুই অভিনেতা এবং ডিজাইনারের নাম জানিয়েছেন বলে জানা গিয়েছে। শুধু রিয়া একা নয়, ইতিমধ্যেই মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার ঘটনায় রিয়ার ভাই সৌভিককেও গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।তদন্তের প্রথমদিকে রিয়া জানিয়েছিলেন, তিনি মাদক নেন না। কিন্তু পরবর্তী ক্ষেত্রে জিজ্ঞাসাবাদে ভেঙে পড়ে জানান, তিনিও নিয়মিত মাদক সেবন করতেন।
এভাবে বলিউডের একাধিক নামজাদা অভিনেতা-অভিনেত্রী মাদকের সঙ্গে জড়িয়ে পড়ায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। এ ধরনের নামজাদা ব্যক্তিরা কেন মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছেন তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। কেউ কেউ এই সমস্ত অভিনেতা অভিনেত্রীদের কাজের চাপ এবং জীবনযাত্রার মানের সঙ্গে মাদকের জড়িত থাকার কথা বললেও মনোবিদরা সেই ধারণা উড়িয়ে দিয়েছেন।