স্টাফ রিপোর্টার, আগরতলা, ১২ সেপ্টেম্বর।। ঘড়িতে যখন রাত ঠিক ১.৩০ সমস্ত রাজ্যবাসী যখন নিদ্রায় আচ্ছন্ন, কেন এতো রাতে বিধায়ক সুদীপ রায় বর্মনকে ছুঁটে যেতে হয়েছিল জিবি কোভিড সেন্টারে ?
জিবি কোভিড সেন্টারে অক্সিজেন এর প্রেসার হটাৎ কম হয়ে যাওয়ায় আক্রান্ত রোগীদের প্রচন্ড স্বাস-কষ্ট হচ্ছিলো।এই খবরটি মাননীয় প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা বর্তমান বিধায়ক সুদীপ রায়বর্মন এর কাছে পৌঁছা মাত্র তিনি এয়ার টেকনিক্যাল ইঞ্জিনিয়ার রাতুল দে সহ জিবি হাসপাতালে পৌছে যান।
সমস্ত রকম স্বাস্থ্য বিধি মেনে পি. পি. ই কীট পরিধান করে এয়ার টেকনিক্যাল ইঞ্জিনিয়ার শ্রী রাতুল দে যথারীতি ভাবে অক্সিজেন প্রেসার সিস্টেম মেরামত করে এবং পরবর্তীতে অক্সিজেন প্রেসার সরবরাহ স্বাভাবিক হয়। যদি সুদীপ বাবু ইঞ্জিনিয়ার সমেত আজ যথাসময়ে জিবি হাসপাতালে না পৌঁছতেন তাহলে কি বীভৎস্য সংবাদ রাজ্যবাসীকে শুনতে হতো তা আর বলার অপেক্ষা রাখে না।