অনলাইন ডেস্ক, ১২ সেপ্টেম্বর।।আত্মহত্যা কি শাস্তিযোগ্য অপরাধ? কেন্দ্রের কাছে এ বিষয়ে স্পষ্ট উত্তর জানতে চাইল দেশের সর্বোচ্চ আদালত। আত্মহত্যা সংক্রান্ত এক মামলায় সুপ্রিম কোর্ট এদিন জানায়, ব্রিটিশ আমলের আইনে আত্মহত্যা শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু ২০১৭ সালে দেশে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত যে আইন তৈরি হয়েছে তাতে আত্মহত্যাকে অপরাধ বলা হয়নি।
তাহলে একই বিষয়ে এই দুই পরস্পর বিরোধী আইনের মধ্যে কোনটি ঠিক, কেন্দ্র তা পরিষ্কার করে জানাক।কেন্দ্রের বক্তব্য জানতে চেয়ে অ্যাটর্নি জেনারেল বেণুগোপালকে একটি নোটিশ পাঠিয়েছে সর্বোচ্চ আদালতের তিন সদস্যের বেঞ্চ। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চ আত্মহত্যা সংক্রান্ত এই মামলার শুনানিতে জানায়, ভারতীয় দণ্ডবিধির ৩০৯ নম্বর ধারা অনুযায়ী আত্মহত্যা একটি শাস্তিযোগ্য অপরাধ।
ব্রিটিশ আমল থেকেই এই আইন চলে আসছে। কিন্তু ২০১৭-য় কেন্দ্র মানসিক=স্বাস্থ্য সম্পর্কিত একটি নতুন আইন তৈরি করে। ওই আইনের ১১৫ নম্বর ধারায় বলা হয়েছে, মানসিক অস্থিরতার কারণে অনেকে আত্মহত্যা করে থাকে। চাপ সহ্য না করতে পেরেই মানুষ আত্মহত্যা করে। তাই তাদের বোঝান উচিত। প্রয়োজনে কাউন্সেলিং করা উচিত। তাই আত্মহত্যা কখনওই শাস্তিযোগ্য অপরাধ নয়।