ত্রিপুরা অনন্যা পুরস্কারে ভূষিত সাহিত্যিক অপরাজিতা রায়ের জীবনাবসান

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১১ সেপ্টেম্বর।। না ফেরার দেশে চলে গেলেন সাহিত্যিক অপরাজিতা রায় ৷ ২৭ জুলাই ১৯২৯ সালে গৌহাটিতে জন্মগ্রহণ করেছিলেন অপরাজিতা রায়৷ পৈত্রিক বাড়ি ছিল কোলকাতায় হাওড়া শিবপুরে৷বাবা ললিত মোহন মুখোপাধ্যায়৷ মা প্রফুল্ল বালা দেবী৷ অপরাজিতা রায়ের দাদা আসামে রিভিনিউশনারী কমুউনিষট পার্টি অব ইন্ডিয়া র নেতা ছিলেন৷ তার প্রভাবে ছাত্র জীবনে পার্টির ছাত্র রাজনীতিতে জড়িয়ে পরেন৷

১৯৫০ সালে জুলাই মাসে আসাম সরকার তাকে এক বছর নিবর্তনমূলক আইনে আটকে রাখে৷১৯৫২ সালে কর্ম সূত্রে ত্রিপুরায় আসেন তিনি৷১৯৫৩ সালে রাজ্যের সাংবাদিক মোহন লাল রায়ের সাথে বিয়ে হয় অপরাজিতা রায়ের৷তিনি বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা পদ থেকে অবসর নেন৷ তিনি ত্রিপুরার প্রথম সাহিত্য বাসর নামের সংস্থার সাথে জড়িত ছিলেন৷কামান চৌমুহনী মিটার সন রেডিও দোকানের গলিতে সাহিত্য বাসর হতো৷৷

তখন থেকেই তাঁর সান্নিধ্য পায় রাজ্যের মানুষ৷ ২০০১ সালে তিনি রবীন্দ্র পুরস্কার ও ২০০৩ সালে ত্রিপুরা অনন্যা পুরস্কারে ভূষিত হন৷ এছাড়া ও পেয়েছেন আরো বহু পুরস্কার৷৷ তাঁর গল্প গ্রন্থ এখন ও অন্ধকার৷ প্রবন্ধ রবীন্দ্রনাথ ও নারী৷ কাব্যগ্রন্থ দ্বিতীয় শরীর৷৷ তিনি ত্রিপুরা রবীন্দ্র পরিষদ এর সাথে জড়িত ছিলেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?