অনলাইন ডেস্ক, ১১ সেপ্টেম্বর।। অরুণাচলের নাচো সেক্টর থেকে নিখোঁজ হওয়া পাঁচ যুবককে ফিরিয়ে দিতে রাজি হয়েছে চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। শনিবার কিবিথু সীমান্তের কাছে ওয়াচা এলাকা দিয়ে এই পাঁচ অরুণাচলিকে ভারতের হাতে তুলে দেওয়া হবে। শুক্রবার এক টুইট বার্তায় একথা জানিয়েছেন, কেন্দ্রীয় ক্রিড়া মন্ত্রী কিরেণ রিজিজু।
উল্লেখ্য, নিখোঁজ এই পাঁচ ভারতীয়কে ফিরিয়ে দেওয়ার জন্য কত কয়েকদিন ধরেই চিনা সেনার সঙ্গে হটলাইনে দফায় দফায় কথা হচ্ছিল ভারতীয় সেনা বাহিনীর। বিষয়টিকে ভারতের সাফল্য হিসেবেই দেখা হচ; অন্যদিকে, লাদাখ নিয়ে দেশের সাংসদদের আশ্বস্ত করেছেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত।
শুক্রবার সংসদে প্রতিরক্ষা সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক ছিল। সেখানে তিনি বলেন লাদাখ নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই, সব চ্যালেঞ্জের মোকাবিলায় প্রস্তুত রয়েছে সেনা বাহিনী। লাদাখে ভারতের সামরিক প্রস্তুতির কথাও এদিন কমিটিকে জানিয়েছেন বিপিন রাওয়াত। এদিন প্রতিরক্ষা সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে হাজির ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি।